ছবি বিকৃতির শিকার শবনম ফারিয়া ফের ক্ষোভ প্রকাশ সোশ্যাল মিডিয়ায়

শবনম ফারিয়া : ছবি-সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ে একটু কম দেখা দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই বেশ সরব। তবে সম্প্রতি আবারও নিজের ছবি বিকৃত করে ছড়ানোর ঘটনার মুখোমুখি হতে হলো তাকে।
বৃহস্পতিবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে বিষয়টি তুলে ধরেছেন ফারিয়া। পোস্টে তিনি সুইমিংপুলে দাঁড়িয়ে থাকা এক নারীর ছবি শেয়ার করে লেখেন, ‘ভাই এডিট করে ছবি দে, সমস্যা নাই! কিন্তু জাতের কারো ছবি দিয়ে দে। যার সাথে গায়ের রং মেলে না, হাইট মিলে না, তার ছবিতে এডিট করবি কেন?’
ফারিয়া ছবির মূল মালিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও শেয়ার করে জানান দেন, ছবিটি তার নয়।
এ নিয়ে অনুরাগীরাও ক্ষোভ প্রকাশ করেছেন তার পোস্টে। অনেকে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। কেউ মন্তব্য করেছেন, ‘এদেরকে আইনের আওতায় আনেন।’ আবার কেউ লিখেছেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা, এর কঠোর শাস্তি প্রয়োজন।’
এর আগেও শবনম ফারিয়ার ছবি বিকৃত করে ছড়ানো হয়েছিল, যা নিয়ে সে সময় ফ্যাক্টচেকিং সংস্থা রিউমর স্ক্যানার নিশ্চিত করেছিল, ছবিগুলো ফারিয়ার নয়। বিষয়টি নিয়ে তখনও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন অভিনেত্রী।
তবে এমন ঘটনার মধ্যেও ফারিয়া জানিয়ে দিয়েছেন, বিষয়টি তিনি মজার ছলেই নিয়েছেন, তবে এমন কাজের বিরোধিতা করতে অনুরাগীদের পাশে থাকার আহ্বানও জানিয়েছেন।