পাকিস্তানে বো’মা হা’ম’লায় সরকারি কর্মকর্তা নি’হত ৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সরকারি গাড়িতে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) প্রদেশের উপজাতি অধ্যুষিত বাজাউর জেলায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল সহকারী কমিশনারের সরকারি গাড়ি। বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান নওগাইয়ের সহকারী কমিশনার (এসি) ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সাব-ইন্সপেক্টর নূর হাকিম ও কনস্টেবল রশিদসহ চার সরকারি কর্মকর্তা।
এ ঘটনায় আরও অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। হামলার কারণ ও হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।