| ৩ জুলাই ২০২৫
শিরোনাম:

পাকিস্তানে বো’মা হা’ম’লায় সরকারি কর্মকর্তা নি’হত ৫

পাকিস্তানে বো’মা হা’ম’লায় সরকারি কর্মকর্তা নি’হত ৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সরকারি গাড়িতে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) প্রদেশের উপজাতি অধ্যুষিত বাজাউর জেলায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল সহকারী কমিশনারের সরকারি গাড়ি। বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান নওগাইয়ের সহকারী কমিশনার (এসি) ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সাব-ইন্সপেক্টর নূর হাকিম ও কনস্টেবল রশিদসহ চার সরকারি কর্মকর্তা।

এ ঘটনায় আরও অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। হামলার কারণ ও হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

সুন্দরবন রক্ষায় নারীর অংশগ্রহণে বিকল্প জীবিকার উদ্যোগ

পাকিস্তানে বো’মা হা’ম’লায় সরকারি কর্মকর্তা নি’হত ৫

সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প কর্মসংস্থানের গুরুত্ব বিবেচনায় লিডার্সের আয়োজনে বৃহস্পতিবার(৩ জুলাই) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা হলরুমে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুন্দরবনের ওপর নির্ভরশীল ১০ জন নারীকে পরিবেশবান্ধব ও টেকসই বিভিন্ন ট্রেডে বিকল্প জীবিকায় সহায়তা হিসাবে মাথা পিছু ১০ হাজার করে মোট ১ লক্ষ টকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। তিনি বলেন, এই ধরণের উদ্যোগ শুধু নারীর ক্ষমতায়ন নয়, বরং পরিবেশ রক্ষায়ও একটি ইতিবাচক ভূমিকা রাখে। স্থানীয় নারীদের সম্পৃক্ততা সুন্দরবন রক্ষায় একটি গুরুত্বপূর্ণ কৌশল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্সের ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, টেকসই উন্নয়নের জন্য সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীকে বিকল্প জীবিকা এবং সচেতনতা তৈরি করতে হবে। এই নারীরা এখন শুধু উপার্জনের পথেই হাঁটছেন না, তারা পরিবেশ সংরক্ষণের অংশীদারও হয়ে উঠছেন।

কর্মসূচির আওতায় নির্বাচিত নারীদের মাছ চাষ, কাঁকড়া চাষ, জৈব সার তৈরি, সবজি চাষ ও ক্ষুদ্র ব্যবসার মতো পরিবেশবান্ধব ট্রেডে প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা পূর্বে প্রদান করা হয়েছে। জানা যায় পরবর্তীতে তাদের বিকল্প জীবিকায় আরও অর্থ সহায়তা প্রদান করা হবে।

ছবি- শ্যামনগরে সুন্দরবন রক্ষায় নারীর অংশগ্রহণে বিকল্প জীবিকার উদ্যোগ স্বরুপ অর্থ সহায়তার চেক প্রদান করছেন ইউএনও রণী খাতুন।

সড়ক দুর্ঘটনায় লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো জোতার মৃ’ত্যু

পাকিস্তানে বো’মা হা’ম’লায় সরকারি কর্মকর্তা নি’হত ৫

দিয়েগো জোতা : ছবি-সংগৃহীত

লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা (২৮) স্পেনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে স্পেনে মহাসড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি ও তার ভাই। খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স ও স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

জোতার জন্ম পর্তুগালের পোর্তোয়। পেশাদার ফুটবল জীবন শুরু করেন পাসোস দে ফেরেইরাতে। এরপর খেলেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ ও উলভারহ্যাম্পটনের হয়ে। লিভারপুলে যোগ দিয়ে জিতেছেন এফএ কাপ, লিগ কাপ এবং সদ্য সমাপ্ত ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা।

পর্তুগাল জাতীয় দলের হয়েও বড় অবদান রয়েছে জোতার। ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশন্স লিগ শিরোপা জয় করেছেন তিনি। হঠাৎ এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে লিভারপুল শিবির ও ফুটবল বিশ্বে।

দেব-রুক্মিণীকে ঘিরে গুঞ্জন উড়িয়ে দিলেন দেব বলিউডের দিকেই নজর!

পাকিস্তানে বো’মা হা’ম’লায় সরকারি কর্মকর্তা নি’হত ৫

টলিউডের জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী মৈত্রকে নিয়ে ইন্ডাস্ট্রিতে গুঞ্জনের শেষ নেই। সম্প্রতি নিন্দুকরা দাবি তুলেছিলেন, দীর্ঘ ১২ বছরের সম্পর্ক নাকি ভাঙনের পথে! তবে এই গুঞ্জনে জল ঢেলে সুপারস্টার দেব স্পষ্ট জানালেন, সম্পর্ক নিয়ে তাঁকে কোনও কৈফিয়ত দিতে হবে না।

দেব বলেন, ‘গত ১২ বছর ধরে সম্পর্কে আছি, কখনও তা নিয়ে কারও সঙ্গে আলোচনা করিনি। এখন কেন উত্তর দিতে হবে? কে কী বলল তাতে আমার কিছু যায় আসে না!’

তবে এখানেই থেমে থাকেননি দেব। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এবার রুক্মিণীর সঙ্গে মুম্বাইতেই নিজের ঠিকানা খুঁজছেন তিনি। মুম্বাইয়ে বাড়ি কেনার পরিকল্পনার কথাও জানিয়েছেন এই অভিনেতা।

দেবের ভাষায়, ‘মুম্বাই থেকে প্রচুর কাজের অফার আসছে। মাসে অন্তত ১০ দিন ওখানে থাকতে হয়। সিনেমার ডাবিং, কালার কারেকশন, মিউজিক রাইটস—সবই এখন মুম্বাই কেন্দ্রীক। হোটেলে থাকতে খরচ বেশি, তাই নিজের ফ্ল্যাট কিনতে চাই।’

এদিকে প্রেমিকা রুক্মিণীও নাকি অনেক দিন ধরেই মুম্বাইয়ে শিফট করতে চাইছেন। দেব বলেন, ‘রুক্মিণী জাতীয় স্তরের অভিনেত্রী, ওর মুম্বাইতে কাজ করা উচিত। একা সাহস পাচ্ছিল না, তাই এবার আমি-ও পাশে থাকছি।’

প্রসঙ্গত, টলিউডের টোটা রায়চৌধুরি, যিশু সেনগুপ্ত বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো দেবও এবার বলিউডের দিকেই পা বাড়াচ্ছেন বলে ইঙ্গিত মিলেছে। সব মিলিয়ে দেব-রুক্মিণী জুটিকে ঘিরে ভক্তদের প্রত্যাশা এবার নতুন উচ্চতায় পৌঁছেছে।

×