ভোলায় সংঘবদ্ধ ধ’র্ষণের ঘটনায় তীব্র নিন্দা বিএনপি মহাসচিব ফখরুলের

মির্জা ফখরুল : ছবি-সংগৃহীত
ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে মারধর করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতন হলেও দুষ্কৃতকারীরা এখনো নৈরাজ্যের পাঁয়তারা চালাচ্ছে। ভোলার ঘটনায় দেশবাসী হতবাক। নারীর ওপর এ ধরনের নির্যাতন বন্ধে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’
গত সোমবার ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোল্লার পুকুর পাড় এলাকায় চাঁদার দাবিতে স্বামীকে বেধড়ক মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় শ্রমিকদল, ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগীর স্বামী সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।
এ ঘটনায় ধর্ষণে সহায়তার অভিযোগে ঝর্ণা বেগম নামে এক নারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনা এলাকায় ও জাতীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।