| ৩ জুলাই ২০২৫
শিরোনাম:

৪০০ বছরের যৌ’নপল্লীর গল্প নিয়ে আসছে রঙবাজার মুক্তি পাচ্ছে দুর্গাপূজায়

৪০০ বছরের যৌ’নপল্লীর গল্প নিয়ে আসছে রঙবাজার মুক্তি পাচ্ছে দুর্গাপূজায়

৪০০ বছরের পুরনো যৌনপল্লী এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার বাস্তব ঘটনার ছায়ায় নির্মিত সিনেমা ‘রঙবাজার’ অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। রাশিদ পলাশ পরিচালিত এই সিনেমাটি আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

লাইভ টেকনোলজি প্রযোজিত ও তামজিদ অতুলের গল্পে সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। এতে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ এক ঝাঁক শিল্পী।

পরিচালক গণমাধ্যমকে বলেন, ‘টানা শুটিং করেছি দৌলতদিয়ার যৌনপল্লীতে। শিল্পীরা প্রথমে শঙ্কিত থাকলেও সেখানকার মানুষেরা সবাই আমাদের সহযোগিতা করেছেন। অভিনয়শিল্পীদের খাবার-দাবারসহ নানা বিষয়ে খেয়াল রেখেছেন পল্লীর মেয়েরা।’

দুই বছর আগে শুটিং শেষ হওয়া সিনেমাটি এবারই প্রথম প্রেক্ষাগৃহে আসছে।

যু’দ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হা’মলায় একদিনে নি’হত ১১১

৪০০ বছরের যৌ’নপল্লীর গল্প নিয়ে আসছে রঙবাজার মুক্তি পাচ্ছে দুর্গাপূজায়

যুদ্ধবিরতির আলোচনা চললেও থামছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন। গত ২৪ ঘণ্টায় ভয়াবহ হামলায় আরও অন্তত ১১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নিহতদের মধ্যে ২৪ জন ছিলেন ত্রাণ বিতরণকেন্দ্রে, যারা খাবারের জন্য অপেক্ষা করছিলেন। এ ছাড়া গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালকের বাসভবন লক্ষ্য করেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এই হামলায় মারা গেছেন উপত্যকার সবচেয়ে বড় হাসপাতালটির পরিচালক মারওয়ান আল সুলতান, তার স্ত্রী ও এক মেয়ে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি বাহিনী তাকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছে।

এছাড়া উত্তর ও দক্ষিণ গাজার শরনার্থী শিবির ও ত্রাণ বিতরণ এলাকায়ও হামলা চালানো হয়েছে। কথিত ‘নিরাপদ’ ঘোষিত অঞ্চলগুলোতেও আইডিএফের হামলায় শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

পার্সোনাল লাইফ পার্সোনালই থাকুক’ মেহজাবীন চৌধুরী

৪০০ বছরের যৌ’নপল্লীর গল্প নিয়ে আসছে রঙবাজার মুক্তি পাচ্ছে দুর্গাপূজায়

মেহজাবীন চৌধুরী : ছবি-সংগৃহীত

নিজের ব্যক্তিগত জীবন, বিশেষ করে বৈবাহিক জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে অনিচ্ছুক মেহজাবীন চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, পার্সোনাল লাইফটা পার্সোনাল থাকা উচিত। এজন্যই এটাকে পার্সোনাল বলা হয়। যদি মনে করি কিছু বলার মতো আছে, তাহলে বলি। কখনোই ভালো কোনো কিছু হলে সেটা ফ্যানদের সঙ্গে শেয়ার না করে থাকি না।’

তিনি বলেন, এখন পর্যন্ত সিনেমা হোক, ভালো কোনো কাজ হোক বা বিয়ের খবর—সবই তিনি সময় মতোই ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন।

ব্যক্তিগত প্রসঙ্গের পাশাপাশি নিজের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ নিয়ে অভিজ্ঞতার কথাও শোনালেন মেহজাবীন। তিনি জানান, ২০২৩ সালে ভারতের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে পরিচালক শঙ্খ দাশগুপ্তের সঙ্গে তার দেখা হয়। সেখানেই প্রথম গল্প শুনে খুবই ভালো লেগেছিল তার।

মেহজাবীন বলেন, ‘শঙ্খ দাশগুপ্ত ভাইয়া গল্পটা শোনালেন। প্রথম ২-৩ মিনিটেই দারুণ লেগেছিল। পরে উনি পুরো গল্প বললেন, আমিও রাজি হয়ে গেলাম।’

গল্পের ডেভেলপমেন্ট থেকে শুরু করে শুটিং পর্যন্ত পুরো প্রক্রিয়ার সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছেন তিনি। অভিষেক হিসেবে ‘প্রিয় মালতী’ বেছে নেওয়ার কারণ জানিয়ে মেহজাবীন বলেন, ‘এই চলচ্চিত্রের গল্প, চরিত্র আর বার্তা—সবকিছুই আমার কাছে শক্তিশালী মনে হয়েছে। স্ট্রং ক্যারেক্টার, ভালো ডিরেক্টর, ভালো প্রোডিউসার—সব মিলিয়ে এটা ছিল ফুল প্যাকেজ। তাই আমার ক্যারিয়ারের জন্য পারফেক্ট ফিট মনে হয়েছে।’

মেহজাবীন আরও জানান, ‘প্রিয় মালতী’ ইতোমধ্যেই কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। তিনি বলেন, ‘আমি এর আগে কোনো ফিল্ম নিয়ে আন্তর্জাতিকভাবে ট্রাভেল করিনি। সবই আমার জন্য নতুন অভিজ্ঞতা, এবং আমি খুবই উপভোগ করছি।’

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে পিয়া জান্নাতুলের ‘রঙবাজার’

৪০০ বছরের যৌ’নপল্লীর গল্প নিয়ে আসছে রঙবাজার মুক্তি পাচ্ছে দুর্গাপূজায়

পিয়া জান্নাতুল : ছবি-সংগৃহীত

আসন্ন দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে রাশিদ পলাশ পরিচালিত নতুন ছবি ‘রঙবাজার’, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ছবিটির শুটিং শেষ হয়েছে বেশ আগেই। এবার প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজি আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দিয়েছে।

পরিচালক রাশিদ পলাশ জানিয়েছেন, ‘রঙবাজার’-এর গল্প সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করেছেন তানজিব অতুল, আর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। আশা করি, পূজার উৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ করবে আমাদের এই সিনেমা।’

প্রায় দুই বছর আগে নির্মিত এই সিনেমার মূল গল্প গড়ে উঠেছে একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনার প্রেক্ষাপটে। ৪০০ বছরের পুরনো যৌনপল্লি এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার বাস্তব ঘটনা উঠে এসেছে সিনেমার সংলাপ ও চিত্রনাট্যে।

পিয়া জান্নাতুল ছাড়াও ‘রঙবাজার’ ছবিতে আরও অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, মৌসুমি হামিদসহ অনেকে।

দর্শকরা এখন অপেক্ষায় আছেন পূজায় প্রেক্ষাগৃহে ভিন্ন স্বাদের এই সিনেমা দেখার জন্য।

×