৪০০ বছরের যৌ’নপল্লীর গল্প নিয়ে আসছে রঙবাজার মুক্তি পাচ্ছে দুর্গাপূজায়

৪০০ বছরের পুরনো যৌনপল্লী এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার বাস্তব ঘটনার ছায়ায় নির্মিত সিনেমা ‘রঙবাজার’ অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। রাশিদ পলাশ পরিচালিত এই সিনেমাটি আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
লাইভ টেকনোলজি প্রযোজিত ও তামজিদ অতুলের গল্পে সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। এতে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ এক ঝাঁক শিল্পী।
পরিচালক গণমাধ্যমকে বলেন, ‘টানা শুটিং করেছি দৌলতদিয়ার যৌনপল্লীতে। শিল্পীরা প্রথমে শঙ্কিত থাকলেও সেখানকার মানুষেরা সবাই আমাদের সহযোগিতা করেছেন। অভিনয়শিল্পীদের খাবার-দাবারসহ নানা বিষয়ে খেয়াল রেখেছেন পল্লীর মেয়েরা।’
দুই বছর আগে শুটিং শেষ হওয়া সিনেমাটি এবারই প্রথম প্রেক্ষাগৃহে আসছে।