শাহরুখকে নিয়ে পুরনো বিতর্ক নিয়ে মুখ খুললেন আমির খান

আমির খান : ছবি-সংগৃহীত
বলিউডের দুই সুপারস্টার আমির খান ও শাহরুখ খানকে এক সময় ভক্তরা প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখতেন। তাদের মধ্যে তিক্ততা, বিতর্ক ও ভুল বোঝাবুঝি নিয়ে গুজবও কম ছিল না। একসময় শাহরুখের নামে কুকুর পোষার অভিযোগে সমালোচনার মুখে পড়েছিলেন আমির।
বছর দশেক আগে নিজের ব্লগে আমির লিখেছিলেন— ‘শাহরুখ আমার তালু চাটছে, আমি ওকে বিস্কুট খাওয়াচ্ছি।’ এই মন্তব্য ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। পরে এক সাক্ষাৎকারে আমির জানান, আসলে তার পোষা কুকুরের নামই ছিল ‘শাহরুখ’, যা কিনেছিলেন এক পারসি মালিকের কাছ থেকে, আর সেই মালিকই নাম রেখেছিলেন।
ঘটনার পরে আমির সরাসরি শাহরুখ খানের বাসায় গিয়ে ক্ষমা চান। শাহরুখ ও তার সন্তানদের কাছেও দুঃখ প্রকাশ করেন তিনি। ধীরে ধীরে ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং বন্ধুত্ব গড়ে ওঠে এই দুই তারকার মধ্যে।
সম্প্রতি ‘সিতারে জামিন পার’ সিনেমার সাফল্য উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও এই প্রসঙ্গ টেনে আনেন আমির খান। বলেন, ‘এক সময় আমরা একে অপরকে নিয়ে অনেক কিছু বলতাম, হয়তো প্রতিযোগিতা ছিল। তবে সেটা শিশুসুলভ ছিল। এখন আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে।’
আমির আরও বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে রেষারেষি থাকলেও এখন সবই অতীত। শাহরুখের দিক থেকেও এমন কোনো দূরত্ব নেই বলেই মনে করেন তিনি।