| ৩ জুলাই ২০২৫
শিরোনাম:

ফের স্বৈরাচারের পতনের হুঁশিয়ারি এনসিপি আহ্বায়কের নাহিদ ইসলাম

ফের স্বৈরাচারের পতনের হুঁশিয়ারি এনসিপি আহ্বায়কের নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম : ছবি-সংগৃহীত

গত বছরের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, কোনো স্বৈরাচারী বা ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রামে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির দ্বিতীয় দিনের পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যারা জনগণ ও মানবাধিকারের বিরুদ্ধে অবস্থান নেবে, সন্ত্রাস-চাঁদাবাজিকে পৃষ্ঠপোষকতা দেবে—তাদের বিরুদ্ধেই বারবার এই বাংলায় গণঅভ্যুত্থান ঘটবে। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করবে এনসিপি।

চট্টগ্রামের পটিয়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনার নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, ছাত্রদের ওপর হামলার চেষ্টা করলে তার ফল ভালো হবে না।

এদিন সকাল ১১টায় রংপুর থেকে রাজারহাটের উদ্দেশে এনসিপির গাড়িবহর যাত্রা শুরু করলে পথে পথে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাদের স্বাগত জানান। পদযাত্রায় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পাকিস্তানে বো’মা হা’ম’লায় সরকারি কর্মকর্তা নি’হত ৫

ফের স্বৈরাচারের পতনের হুঁশিয়ারি এনসিপি আহ্বায়কের নাহিদ ইসলাম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সরকারি গাড়িতে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) প্রদেশের উপজাতি অধ্যুষিত বাজাউর জেলায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল সহকারী কমিশনারের সরকারি গাড়ি। বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান নওগাইয়ের সহকারী কমিশনার (এসি) ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সাব-ইন্সপেক্টর নূর হাকিম ও কনস্টেবল রশিদসহ চার সরকারি কর্মকর্তা।

এ ঘটনায় আরও অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। হামলার কারণ ও হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

যু’দ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হা’মলায় একদিনে নি’হত ১১১

ফের স্বৈরাচারের পতনের হুঁশিয়ারি এনসিপি আহ্বায়কের নাহিদ ইসলাম

যুদ্ধবিরতির আলোচনা চললেও থামছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন। গত ২৪ ঘণ্টায় ভয়াবহ হামলায় আরও অন্তত ১১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নিহতদের মধ্যে ২৪ জন ছিলেন ত্রাণ বিতরণকেন্দ্রে, যারা খাবারের জন্য অপেক্ষা করছিলেন। এ ছাড়া গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালকের বাসভবন লক্ষ্য করেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এই হামলায় মারা গেছেন উপত্যকার সবচেয়ে বড় হাসপাতালটির পরিচালক মারওয়ান আল সুলতান, তার স্ত্রী ও এক মেয়ে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি বাহিনী তাকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছে।

এছাড়া উত্তর ও দক্ষিণ গাজার শরনার্থী শিবির ও ত্রাণ বিতরণ এলাকায়ও হামলা চালানো হয়েছে। কথিত ‘নিরাপদ’ ঘোষিত অঞ্চলগুলোতেও আইডিএফের হামলায় শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

পার্সোনাল লাইফ পার্সোনালই থাকুক’ মেহজাবীন চৌধুরী

ফের স্বৈরাচারের পতনের হুঁশিয়ারি এনসিপি আহ্বায়কের নাহিদ ইসলাম

মেহজাবীন চৌধুরী : ছবি-সংগৃহীত

নিজের ব্যক্তিগত জীবন, বিশেষ করে বৈবাহিক জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে অনিচ্ছুক মেহজাবীন চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, পার্সোনাল লাইফটা পার্সোনাল থাকা উচিত। এজন্যই এটাকে পার্সোনাল বলা হয়। যদি মনে করি কিছু বলার মতো আছে, তাহলে বলি। কখনোই ভালো কোনো কিছু হলে সেটা ফ্যানদের সঙ্গে শেয়ার না করে থাকি না।’

তিনি বলেন, এখন পর্যন্ত সিনেমা হোক, ভালো কোনো কাজ হোক বা বিয়ের খবর—সবই তিনি সময় মতোই ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন।

ব্যক্তিগত প্রসঙ্গের পাশাপাশি নিজের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ নিয়ে অভিজ্ঞতার কথাও শোনালেন মেহজাবীন। তিনি জানান, ২০২৩ সালে ভারতের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে পরিচালক শঙ্খ দাশগুপ্তের সঙ্গে তার দেখা হয়। সেখানেই প্রথম গল্প শুনে খুবই ভালো লেগেছিল তার।

মেহজাবীন বলেন, ‘শঙ্খ দাশগুপ্ত ভাইয়া গল্পটা শোনালেন। প্রথম ২-৩ মিনিটেই দারুণ লেগেছিল। পরে উনি পুরো গল্প বললেন, আমিও রাজি হয়ে গেলাম।’

গল্পের ডেভেলপমেন্ট থেকে শুরু করে শুটিং পর্যন্ত পুরো প্রক্রিয়ার সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছেন তিনি। অভিষেক হিসেবে ‘প্রিয় মালতী’ বেছে নেওয়ার কারণ জানিয়ে মেহজাবীন বলেন, ‘এই চলচ্চিত্রের গল্প, চরিত্র আর বার্তা—সবকিছুই আমার কাছে শক্তিশালী মনে হয়েছে। স্ট্রং ক্যারেক্টার, ভালো ডিরেক্টর, ভালো প্রোডিউসার—সব মিলিয়ে এটা ছিল ফুল প্যাকেজ। তাই আমার ক্যারিয়ারের জন্য পারফেক্ট ফিট মনে হয়েছে।’

মেহজাবীন আরও জানান, ‘প্রিয় মালতী’ ইতোমধ্যেই কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। তিনি বলেন, ‘আমি এর আগে কোনো ফিল্ম নিয়ে আন্তর্জাতিকভাবে ট্রাভেল করিনি। সবই আমার জন্য নতুন অভিজ্ঞতা, এবং আমি খুবই উপভোগ করছি।’

×