| ৩ জুলাই ২০২৫
শিরোনাম:

‘মুরাদনগরের মতো ঘটনা আর ঘটতে দেব না’ — স্বরাষ্ট্র উপদেষ্টা

‘মুরাদনগরের মতো ঘটনা আর ঘটতে দেব না’ — স্বরাষ্ট্র উপদেষ্টা

জাহাঙ্গীর আলম চৌধুরী : ছবি-সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরের মতো অঘটন যেন আর না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এমন ঘটনার সাথে জড়িতদের দ্রুতই গ্রেফতার করা হচ্ছে।

বুধবার (২ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ধান গবেষণা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তিনি আইন অনুযায়ী অস্ত্রের লাইসেন্স পেয়েছেন। তবে অস্ত্রের ম্যাগাজিন বহনের বিষয়টি ভুল ছিল বলে স্বীকার করেন তিনি।

এ সময় চালের দাম নিয়েও কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, দেশে পর্যাপ্ত চাল উৎপাদন হলেও কিছু অসাধু চক্রের কারণে দাম বেশি, এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।

ঐকমত্য কমিশনের বৈঠক চলছে ২০ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

‘মুরাদনগরের মতো ঘটনা আর ঘটতে দেব না’ — স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকের শুরুতে ব্রিফিংয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, এখনো প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সেগুলো নিয়ে আলোচনা চলছে।

ড. আলী রীয়াজ বলেন, ‘অনেক বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও পরে আবার সেটি তোলা হচ্ছে না, কারণ আমরা দলীয়ভাবে আলোচনার সুযোগ দিচ্ছি। আমাদের লক্ষ্য সাফল্য নিয়ে বৈঠক শেষ করা।’

তিনি আরও বলেন, ‘যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখানে পৌঁছেছি, সেটি যেন প্রেরণা হিসেবে কাজ করে। এমন সুযোগ হেলায় হারানো যাবে না। আমরা একমত হতে পারলে তা দেশের জন্য ইতিবাচক হবে।’

পাকিস্তানে বো’মা হা’ম’লায় সরকারি কর্মকর্তা নি’হত ৫

‘মুরাদনগরের মতো ঘটনা আর ঘটতে দেব না’ — স্বরাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সরকারি গাড়িতে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) প্রদেশের উপজাতি অধ্যুষিত বাজাউর জেলায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল সহকারী কমিশনারের সরকারি গাড়ি। বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান নওগাইয়ের সহকারী কমিশনার (এসি) ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সাব-ইন্সপেক্টর নূর হাকিম ও কনস্টেবল রশিদসহ চার সরকারি কর্মকর্তা।

এ ঘটনায় আরও অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। হামলার কারণ ও হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

যু’দ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হা’মলায় একদিনে নি’হত ১১১

‘মুরাদনগরের মতো ঘটনা আর ঘটতে দেব না’ — স্বরাষ্ট্র উপদেষ্টা

যুদ্ধবিরতির আলোচনা চললেও থামছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন। গত ২৪ ঘণ্টায় ভয়াবহ হামলায় আরও অন্তত ১১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নিহতদের মধ্যে ২৪ জন ছিলেন ত্রাণ বিতরণকেন্দ্রে, যারা খাবারের জন্য অপেক্ষা করছিলেন। এ ছাড়া গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালকের বাসভবন লক্ষ্য করেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এই হামলায় মারা গেছেন উপত্যকার সবচেয়ে বড় হাসপাতালটির পরিচালক মারওয়ান আল সুলতান, তার স্ত্রী ও এক মেয়ে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি বাহিনী তাকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছে।

এছাড়া উত্তর ও দক্ষিণ গাজার শরনার্থী শিবির ও ত্রাণ বিতরণ এলাকায়ও হামলা চালানো হয়েছে। কথিত ‘নিরাপদ’ ঘোষিত অঞ্চলগুলোতেও আইডিএফের হামলায় শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

×