| ৩ জুলাই ২০২৫
শিরোনাম:

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের সাজা

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের সাজা

শেখ হাসিনা : ছবি-সংগৃহীত

আদালত অবমাননার মামলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করা শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া, গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ বুধবার (২ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

গত বছরের ২৫ অক্টোবর গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোন কথোপকথনে ২২৭ জনকে মারার হুমকি দিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন– এই কথোপকথনের মাধ্যমে যারা শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সাক্ষী, বাদী ও তদন্ত কার্যক্রমের সাথে যুক্ত, তাদের হুমকি দেয়া হয়েছে। এর মাধ্যমে ট্রাইব্যুনালের কার্যক্রমে বাধা সৃষ্টি করা হয়েছে।

এর আগে, আদালত অবমাননার এই মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি (আইনি সহায়তাকারী) হিসেবে নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে, এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২ জুলাই দিন ধার্য করা হয়।

আইন অনুযায়ী, এ ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায়বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেন আদালত।

‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’– গত কয়েক মাস আগে শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে সত্যতা পায়। এরপরই আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে।

প্রসিকিউশন জানায়, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা নিজে উপস্থিত হননি কিংবা কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেননি। এ অবস্থায় ট্রাইব্যুনাল এখন আইন অনুযায়ী সংশ্লিষ্টদের শাস্তি দিতে পারে।

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীত্ব হারিয়ে এবার সংস্কৃতি মন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের সাজা

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার পর নতুন দায়িত্ব নিলেন পেতংতার্ন সিনাওয়াত্রা। দেশটির নতুন মন্ত্রিসভায় সংস্কৃতি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে ব্যাংককের গভর্নমেন্ট হাউসে নতুন মন্ত্রিসভার ১৪ জন সদস্যের সঙ্গে আনুষ্ঠানিকভাবে শপথ নেন পেতংতার্ন।

থাই সংবাদমাধ্যম দ্য নেশন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা ৭ মিনিটে শপথ অনুষ্ঠানে পৌঁছান পেতংতার্ন। সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে শুভেচ্ছা জানালেও মাত্র দুই দিন আগেই ক্রিমিনাল কোর্টের আদেশে তাকে প্রধানমন্ত্রীত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শপথগ্রহণ শেষে নতুন মন্ত্রিসভার সদস্যরা আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন করে সরকারি পরিচয়পত্র ও নথিপত্রের জন্য আনুষ্ঠানিক ছবি তোলেন। এরপর এক বিশেষ মন্ত্রিসভার বৈঠকে তারা নতুন দায়িত্ব বুঝে নেন।

এবারের মন্ত্রিসভায় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সুরিয়া জুংরুংরুয়াংকিত। সরকারের একাংশ ভুমজাথাই পার্টি জোট থেকে বেরিয়ে যাওয়ায় নতুন মন্ত্রিসভা গঠন এবং ছোট দলগুলোর সমর্থন নিশ্চিত করতে মরিয়া ক্ষমতাসীন জোট।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে পেতংতার্নের বিতর্কিত ফোনালাপ এবং সীমান্ত ইস্যুতে কথা বলার ঘটনা নতুন করে অস্থিরতা তৈরি করেছে। তার বাবার মতো (সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা) তিনিও রাজনৈতিক চাপে পড়েছেন।

পেতংতার্নের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে ১ জুলাই থেকে ১৫ দিনের সময় বেধে দিয়েছে আদালত। রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকারের বাজেটসহ গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন নিয়েও প্রশ্ন উঠছে।

ছেলের জন্মসনদে ধর্মের ঘর ফাঁকা রাখলেন অভিনেতা বিক্রান্ত

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের সাজা

বিক্রান্ত মাসে : ছবি-সংগৃহীত

গত বছর পুত্র সন্তানের বাবা হয়েছেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে। চলতি বছর এক বছর পূর্ণ হয়েছে তার ছেলে বেদান্তের। তবে ছেলের জন্মসনদ করতে গিয়ে এক অনন্য উদাহরণ তৈরি করেছেন এই অভিনেতা।

জন্মসনদের ফর্মে ‘ধর্ম’ লিখতে গিয়ে দ্বিধায় পড়ে যান বিক্রান্ত। যদিও তিনি নিজে হিন্দু ধর্ম পালন করেন, তার বাবা খ্রিস্টান, মা শিখ আর ভাই মুসলিম ধর্ম গ্রহণ করে নাম রেখেছেন মইন। ফলে একটি পরিবারে চারটি ধর্মের এই সহাবস্থান অভিনেতাকে ভাবিয়ে তোলে।

শেষ পর্যন্ত ছেলের জন্ম নিবন্ধনের ফর্মে ‘ধর্ম’ অংশটি ফাঁকা রেখেছেন বিক্রান্ত। তার বিশ্বাস, বড় হয়ে বেদান্ত নিজেই ঠিক করবে সে কী বিশ্বাস করবে।

এ নিয়ে বিক্রান্ত বলেন, ‘আমার মনে হয়, ধর্ম একেবারেই ব্যক্তিগত পছন্দ। কে কোন ধর্মে বিশ্বাসী হবেন, সেটা তার নিজের ব্যাপার। আমি বাড়িতে পূজা করি, গুরুদ্বারে যাই, দরগাতেও যাই—সব জায়গায়ই শান্তি খুঁজে পাই।’

তিনি আরও বলেন, ‘আমি চাই না আমার ছেলে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করুক। তাই তাকে সেই শিক্ষাই দেব।’

অভিনয় জীবনে বিক্রান্ত ‘টুয়েলভ ফেল’ ও ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মতো ছবিতে কাজ করে দর্শকের মন জয় করেছেন। অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দিলেও ভক্তদের অনুরোধে আবারও কাজে ফিরেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত আ’হত অ’ন্তত ১৫

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের সাজা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আবারও একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২ জুলাই) সন্ধ্যায় রাজ্যের দক্ষিণাঞ্চলে একটি স্কাইডাইভিং বিমান এয়ারপোর্টের কাছের বনভূমিতে পড়ে যায়।

বিমানটিতে থাকা সকল আরোহীই আহত হয়েছেন। আহত ১৫ জনের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ৩ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও জরুরি সেবাদানকারী দল এবং দ্রুত আহতদের হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে।

×