বিমানের টিকিটের দাম আবারও বেড়েছে দুষ্টু চক্র দায়ী: আসিফ নজরুল

আসিফ নজরুল : ছবি-সংগৃহীত
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বিমানের টিকিটের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার (২ জুলাই) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে তিনি বলেন, সরকার টিকিটের দাম কমালেও কিছু অসাধু চক্র ফের দাম বাড়িয়ে দিচ্ছে।
আসিফ নজরুল জানান, ওমরাহ করতে গিয়ে এক ব্যক্তি তাকে টিকিটের দাম নিয়ে কটাক্ষ করেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিমানের টিকিট আমাদের মন্ত্রণালয়ের অধীনে না, তবুও দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলাম। এরপরই মিটিং ডেকে টিকিটের দাম কমানোর নির্দেশনা দেওয়া হয়। তিন দিনের বেশি টিকিট বুকিং রাখা যাবে না, পাসপোর্ট ছাড়া বুকিং হবে না—এতে কিছুটা দাম কমেছিল।’
তবে পরে অসাধু চক্র ফের দাম বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘এক বছরে ৩০–৪০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া। বিদেশে পাঠানোর নামে কেউ যেন মানুষকে প্রতারিত না করে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’
বিদেশে কিছু প্রবাসীর অপরাধমূলক কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, বাহরাইনে এক প্রবাসী প্রতিষ্ঠান মালিককে হত্যা করেছে, আবার সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে দেশের বদনাম ছড়াচ্ছে।