এক দিনের ব্যবধানে ৯৩ দেশের শীর্ষে ‘স্কুইড গেম ৩

বিশ্বজুড়ে রেকর্ড গড়ার ধারা যেন থামছেই না কোরিয়ান হিট সিরিজ ‘স্কুইড গেম’-এর। প্রথম ও দ্বিতীয় সিজনের পর এবার তৃতীয় সিজনও গড়ল নতুন ইতিহাস।
গত ২৭ জুন মুক্তি পাওয়া ‘স্কুইড গেম ৩’ মাত্র এক দিনের ব্যবধানে বিশ্বের ৯৩টি দেশের টপচার্টে এক নম্বরে উঠে এসেছে। কে-ড্রামার ইতিহাসে এত কম সময়ে এমন সাফল্য আগে আর দেখা যায়নি। ‘ফ্লিক্সপ্যাট্রল’-এর তথ্য অনুযায়ী, মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই নেটফ্লিক্সের ইংরেজি ও অ-ইংরেজি ভাষার উভয় ক্যাটাগরিতে এটি হয়েছে সবচেয়ে বেশি দেখা সিরিজ।
প্রথম সিজন যে অবস্থানে পৌঁছাতে এক সপ্তাহ নিয়েছিল, আর দ্বিতীয় সিজন পৌঁছেছিল ৮০টি দেশের টপ লিস্টে—সেখানে ‘সিজন ৩’ মাত্র এক দিনেই ছুঁয়েছে ৯৩ দেশের শীর্ষ।
নতুন সিজনে লি জং জে ও লি বিয়ং হুনের জটিল চরিত্র আর মৃত্যুর খেলার উত্তেজনায় বুঁদ দর্শকরা। যদিও শেষ পর্ব নিয়ে নানা মতভেদ রয়েছে, তবুও আইএমডিবি রেটিং ৮ আর রোটেন টমেটোসে ৮৩% অ্যাপ্রুভাল রেটিং প্রমাণ করছে সিরিজটির বিপুল জনপ্রিয়তা।
মুক্তির পরপরই টিকটক, এক্স (টুইটার) ও গুগল ট্রেন্ডসে স্কুইড গেম ৩ শীর্ষে উঠে আসে। এর মধ্যেই নেটফ্লিক্স ঘোষণা দিয়েছে—শিগগিরই নির্মিত হচ্ছে ‘স্কুইড গেম’-এর আমেরিকান রিমেক। এবার হলিউড তারকাদেরও দেখা যেতে পারে এই গেমের মরণখেলায়। তৃতীয় সিজনের শেষে অস্কারজয়ী ক্লেট বেনচেটের উপস্থিতি সেটির ইঙ্গিতই দিচ্ছে।