ডিসেম্বরে ব্যাংক খাতে বড় সংস্কারের আশ্বাস অর্থ উপদেষ্টা

ড. সালেহউদ্দিন আহমেদ : ছবি-সংগৃহীত
আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের ব্যাংক খাতে বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (২ জুলাই) রাজধানীতে এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের বিভক্তি ইস্যুতে জটিলতার কারণে কিস্তি ছাড়ের বিষয়ে আইএমএফ বৈঠকে বসতে চায়নি। এনবিআর চেয়ারম্যানের চিঠি আমলে না নেওয়ায় তাকে ব্যাখ্যা দিতে হয়েছে বলেও জানান তিনি।
মাঝারি শিল্পের (এসএমই) গুরুত্ব তুলে ধরে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এই খাতের উন্নয়নে প্রযুক্তি ও নারী উদ্যোক্তা বাড়ানোর বিকল্প নেই। ব্যাংকার ও নীতিনির্ধারকদের মনোভাব বদলাতে হবে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করবে।’