| ৩ জুলাই ২০২৫
শিরোনাম:

ডিসেম্বরে ব্যাংক খাতে বড় সংস্কারের আশ্বাস অর্থ উপদেষ্টা

ডিসেম্বরে ব্যাংক খাতে বড় সংস্কারের আশ্বাস অর্থ উপদেষ্টা

ড. সালেহউদ্দিন আহমেদ : ছবি-সংগৃহীত

আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের ব্যাংক খাতে বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (২ জুলাই) রাজধানীতে এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের বিভক্তি ইস্যুতে জটিলতার কারণে কিস্তি ছাড়ের বিষয়ে আইএমএফ বৈঠকে বসতে চায়নি। এনবিআর চেয়ারম্যানের চিঠি আমলে না নেওয়ায় তাকে ব্যাখ্যা দিতে হয়েছে বলেও জানান তিনি।

মাঝারি শিল্পের (এসএমই) গুরুত্ব তুলে ধরে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এই খাতের উন্নয়নে প্রযুক্তি ও নারী উদ্যোক্তা বাড়ানোর বিকল্প নেই। ব্যাংকার ও নীতিনির্ধারকদের মনোভাব বদলাতে হবে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করবে।’

ছেলের জন্মসনদে ধর্মের ঘর ফাঁকা রাখলেন অভিনেতা বিক্রান্ত

ডিসেম্বরে ব্যাংক খাতে বড় সংস্কারের আশ্বাস অর্থ উপদেষ্টা

বিক্রান্ত মাসে : ছবি-সংগৃহীত

গত বছর পুত্র সন্তানের বাবা হয়েছেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে। চলতি বছর এক বছর পূর্ণ হয়েছে তার ছেলে বেদান্তের। তবে ছেলের জন্মসনদ করতে গিয়ে এক অনন্য উদাহরণ তৈরি করেছেন এই অভিনেতা।

জন্মসনদের ফর্মে ‘ধর্ম’ লিখতে গিয়ে দ্বিধায় পড়ে যান বিক্রান্ত। যদিও তিনি নিজে হিন্দু ধর্ম পালন করেন, তার বাবা খ্রিস্টান, মা শিখ আর ভাই মুসলিম ধর্ম গ্রহণ করে নাম রেখেছেন মইন। ফলে একটি পরিবারে চারটি ধর্মের এই সহাবস্থান অভিনেতাকে ভাবিয়ে তোলে।

শেষ পর্যন্ত ছেলের জন্ম নিবন্ধনের ফর্মে ‘ধর্ম’ অংশটি ফাঁকা রেখেছেন বিক্রান্ত। তার বিশ্বাস, বড় হয়ে বেদান্ত নিজেই ঠিক করবে সে কী বিশ্বাস করবে।

এ নিয়ে বিক্রান্ত বলেন, ‘আমার মনে হয়, ধর্ম একেবারেই ব্যক্তিগত পছন্দ। কে কোন ধর্মে বিশ্বাসী হবেন, সেটা তার নিজের ব্যাপার। আমি বাড়িতে পূজা করি, গুরুদ্বারে যাই, দরগাতেও যাই—সব জায়গায়ই শান্তি খুঁজে পাই।’

তিনি আরও বলেন, ‘আমি চাই না আমার ছেলে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করুক। তাই তাকে সেই শিক্ষাই দেব।’

অভিনয় জীবনে বিক্রান্ত ‘টুয়েলভ ফেল’ ও ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মতো ছবিতে কাজ করে দর্শকের মন জয় করেছেন। অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দিলেও ভক্তদের অনুরোধে আবারও কাজে ফিরেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত আ’হত অ’ন্তত ১৫

ডিসেম্বরে ব্যাংক খাতে বড় সংস্কারের আশ্বাস অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আবারও একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২ জুলাই) সন্ধ্যায় রাজ্যের দক্ষিণাঞ্চলে একটি স্কাইডাইভিং বিমান এয়ারপোর্টের কাছের বনভূমিতে পড়ে যায়।

বিমানটিতে থাকা সকল আরোহীই আহত হয়েছেন। আহত ১৫ জনের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ৩ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও জরুরি সেবাদানকারী দল এবং দ্রুত আহতদের হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে।

ছবি বিকৃতির শিকার শবনম ফারিয়া ফের ক্ষোভ প্রকাশ সোশ্যাল মিডিয়ায়

ডিসেম্বরে ব্যাংক খাতে বড় সংস্কারের আশ্বাস অর্থ উপদেষ্টা

শবনম ফারিয়া : ছবি-সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ে একটু কম দেখা দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই বেশ সরব। তবে সম্প্রতি আবারও নিজের ছবি বিকৃত করে ছড়ানোর ঘটনার মুখোমুখি হতে হলো তাকে।

বৃহস্পতিবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে বিষয়টি তুলে ধরেছেন ফারিয়া। পোস্টে তিনি সুইমিংপুলে দাঁড়িয়ে থাকা এক নারীর ছবি শেয়ার করে লেখেন, ‘ভাই এডিট করে ছবি দে, সমস্যা নাই! কিন্তু জাতের কারো ছবি দিয়ে দে। যার সাথে গায়ের রং মেলে না, হাইট মিলে না, তার ছবিতে এডিট করবি কেন?’

ফারিয়া ছবির মূল মালিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও শেয়ার করে জানান দেন, ছবিটি তার নয়।

এ নিয়ে অনুরাগীরাও ক্ষোভ প্রকাশ করেছেন তার পোস্টে। অনেকে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। কেউ মন্তব্য করেছেন, ‘এদেরকে আইনের আওতায় আনেন।’ আবার কেউ লিখেছেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা, এর কঠোর শাস্তি প্রয়োজন।’

এর আগেও শবনম ফারিয়ার ছবি বিকৃত করে ছড়ানো হয়েছিল, যা নিয়ে সে সময় ফ্যাক্টচেকিং সংস্থা রিউমর স্ক্যানার নিশ্চিত করেছিল, ছবিগুলো ফারিয়ার নয়। বিষয়টি নিয়ে তখনও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন অভিনেত্রী।

তবে এমন ঘটনার মধ্যেও ফারিয়া জানিয়ে দিয়েছেন, বিষয়টি তিনি মজার ছলেই নিয়েছেন, তবে এমন কাজের বিরোধিতা করতে অনুরাগীদের পাশে থাকার আহ্বানও জানিয়েছেন।

×