| ৩ জুলাই ২০২৫
শিরোনাম:

কর্মস্থলে অনুপস্থিতি চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার সাময়িক বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার সাময়িক বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (১ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন এই কর্মকর্তা গত ২১ জুন ও ২৮ জুন কর্মস্থলে উপস্থিত ছিলেন না, যদিও ১৮ জুন জারি করা এক আদেশে ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে কর্মকর্তাদের অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল।

নির্দেশ অমান্য করে তিনি সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিঘ্ন ঘটিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮ এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া, অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে ৭ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

ঐকমত্য কমিশনের বৈঠক চলছে ২০ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

কর্মস্থলে অনুপস্থিতি চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার সাময়িক বরখাস্ত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকের শুরুতে ব্রিফিংয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, এখনো প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সেগুলো নিয়ে আলোচনা চলছে।

ড. আলী রীয়াজ বলেন, ‘অনেক বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও পরে আবার সেটি তোলা হচ্ছে না, কারণ আমরা দলীয়ভাবে আলোচনার সুযোগ দিচ্ছি। আমাদের লক্ষ্য সাফল্য নিয়ে বৈঠক শেষ করা।’

তিনি আরও বলেন, ‘যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখানে পৌঁছেছি, সেটি যেন প্রেরণা হিসেবে কাজ করে। এমন সুযোগ হেলায় হারানো যাবে না। আমরা একমত হতে পারলে তা দেশের জন্য ইতিবাচক হবে।’

পাকিস্তানে বো’মা হা’ম’লায় সরকারি কর্মকর্তা নি’হত ৫

কর্মস্থলে অনুপস্থিতি চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার সাময়িক বরখাস্ত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সরকারি গাড়িতে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) প্রদেশের উপজাতি অধ্যুষিত বাজাউর জেলায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল সহকারী কমিশনারের সরকারি গাড়ি। বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান নওগাইয়ের সহকারী কমিশনার (এসি) ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সাব-ইন্সপেক্টর নূর হাকিম ও কনস্টেবল রশিদসহ চার সরকারি কর্মকর্তা।

এ ঘটনায় আরও অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। হামলার কারণ ও হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

যু’দ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হা’মলায় একদিনে নি’হত ১১১

কর্মস্থলে অনুপস্থিতি চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার সাময়িক বরখাস্ত

যুদ্ধবিরতির আলোচনা চললেও থামছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন। গত ২৪ ঘণ্টায় ভয়াবহ হামলায় আরও অন্তত ১১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নিহতদের মধ্যে ২৪ জন ছিলেন ত্রাণ বিতরণকেন্দ্রে, যারা খাবারের জন্য অপেক্ষা করছিলেন। এ ছাড়া গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালকের বাসভবন লক্ষ্য করেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এই হামলায় মারা গেছেন উপত্যকার সবচেয়ে বড় হাসপাতালটির পরিচালক মারওয়ান আল সুলতান, তার স্ত্রী ও এক মেয়ে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি বাহিনী তাকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছে।

এছাড়া উত্তর ও দক্ষিণ গাজার শরনার্থী শিবির ও ত্রাণ বিতরণ এলাকায়ও হামলা চালানো হয়েছে। কথিত ‘নিরাপদ’ ঘোষিত অঞ্চলগুলোতেও আইডিএফের হামলায় শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

×