| ৩ জুলাই ২০২৫
শিরোনাম:

সবকিছু ভুলে ফের একসঙ্গে হিরো আলম ও রিয়ামনি

সবকিছু ভুলে ফের একসঙ্গে হিরো আলম ও রিয়ামনি

হিরো আলম : ছবি-সংগৃহীত

সব বিভেদ ও আইনি জটিলতা শেষে আবারও এক হলেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনি। দীর্ঘদিনের বিরোধ ও বিচ্ছেদের নাটকীয়তার অবসান ঘটিয়ে ফের এক হওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে নিজের ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করে সুখবরটি জানান রিয়ামনি। ছবিতে দেখা যায়, হিরো আলম ও রিয়ামনির সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আতিকুর রহমান খান। তাদের হাতে ছিল একটি স্ট্যাম্প, যা দিয়ে সব মামলা-মোকদ্দমার সমাপ্তির ইঙ্গিত মিলেছে।

ছবির ক্যাপশনে রিয়ামনি লিখেছেন, ‘সকল মামলার অবসান ঘটিয়ে একসাথে জীবন গড়ার সিদ্ধান্ত।’ এরপর অ্যাডভোকেট আতিকুর রহমানের নামও উল্লেখ করেন তিনি।

পোস্টটি প্রকাশের পর অনেকেই কমেন্টে অভিনন্দন জানিয়েছেন, অনেকে আবার কটাক্ষও করতে ভোলেননি। একই পোস্ট নিজের টাইমলাইনেও শেয়ার করেছেন হিরো আলম।

এর আগে হিরো আলম তার স্ত্রীর বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন। চলমান বিচ্ছেদ প্রক্রিয়ার মাঝেই সম্প্রতি হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়। সেসময় রিয়ামনি বগুড়া থেকে তাকে ঢাকায় নিয়ে আসেন। এই ঘটনার পরই দুজনের মধ্যে দূরত্ব কমতে থাকে। অবশেষে সব জটিলতা মিটিয়ে আবারও সংসার জীবনে ফিরলেন আলোচিত এই দম্পতি।

ছবি বিকৃতির শিকার শবনম ফারিয়া ফের ক্ষোভ প্রকাশ সোশ্যাল মিডিয়ায়

সবকিছু ভুলে ফের একসঙ্গে হিরো আলম ও রিয়ামনি

শবনম ফারিয়া : ছবি-সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ে একটু কম দেখা দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই বেশ সরব। তবে সম্প্রতি আবারও নিজের ছবি বিকৃত করে ছড়ানোর ঘটনার মুখোমুখি হতে হলো তাকে।

বৃহস্পতিবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে বিষয়টি তুলে ধরেছেন ফারিয়া। পোস্টে তিনি সুইমিংপুলে দাঁড়িয়ে থাকা এক নারীর ছবি শেয়ার করে লেখেন, ‘ভাই এডিট করে ছবি দে, সমস্যা নাই! কিন্তু জাতের কারো ছবি দিয়ে দে। যার সাথে গায়ের রং মেলে না, হাইট মিলে না, তার ছবিতে এডিট করবি কেন?’

ফারিয়া ছবির মূল মালিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও শেয়ার করে জানান দেন, ছবিটি তার নয়।

এ নিয়ে অনুরাগীরাও ক্ষোভ প্রকাশ করেছেন তার পোস্টে। অনেকে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। কেউ মন্তব্য করেছেন, ‘এদেরকে আইনের আওতায় আনেন।’ আবার কেউ লিখেছেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা, এর কঠোর শাস্তি প্রয়োজন।’

এর আগেও শবনম ফারিয়ার ছবি বিকৃত করে ছড়ানো হয়েছিল, যা নিয়ে সে সময় ফ্যাক্টচেকিং সংস্থা রিউমর স্ক্যানার নিশ্চিত করেছিল, ছবিগুলো ফারিয়ার নয়। বিষয়টি নিয়ে তখনও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন অভিনেত্রী।

তবে এমন ঘটনার মধ্যেও ফারিয়া জানিয়ে দিয়েছেন, বিষয়টি তিনি মজার ছলেই নিয়েছেন, তবে এমন কাজের বিরোধিতা করতে অনুরাগীদের পাশে থাকার আহ্বানও জানিয়েছেন।

‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল জুলাই পুনর্জাগরণ আয়োজন চলবে আগের মতো

সবকিছু ভুলে ফের একসঙ্গে হিরো আলম ও রিয়ামনি

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঘোষিত এক মিনিটের ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই প্রতীকী কর্মসূচি আর থাকছে না।

বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ফারুকী লিখেছেন, ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে শুরু থেকেই আমাদের মধ্যে দ্বিধা ছিল। “এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট” আসলে ভালো ধারণা কি না, তা নিয়ে আমাদের অনেকেরই আপত্তি ছিল। তবে আলোচনার মধ্যে আবার এটা ঢুকে গিয়েছিল।’

তিনি বলেন, ‘বড় আকারের কর্মসূচিতে এমন ভুল থেকে যেতেই পারে। তবে আপনাদের মতামতের জন্য আমরা কৃতজ্ঞ। দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমরা এই কর্মসূচি বাতিল করেছি। সংশোধিত স্লাইডও শেয়ার করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ বাদ গেলেও ‘পুনর্জাগরণ’ এর অন্যসব আয়োজন পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই হবে।

ঐকমত্য কমিশনের বৈঠক চলছে ২০ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

সবকিছু ভুলে ফের একসঙ্গে হিরো আলম ও রিয়ামনি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকের শুরুতে ব্রিফিংয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, এখনো প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সেগুলো নিয়ে আলোচনা চলছে।

ড. আলী রীয়াজ বলেন, ‘অনেক বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও পরে আবার সেটি তোলা হচ্ছে না, কারণ আমরা দলীয়ভাবে আলোচনার সুযোগ দিচ্ছি। আমাদের লক্ষ্য সাফল্য নিয়ে বৈঠক শেষ করা।’

তিনি আরও বলেন, ‘যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখানে পৌঁছেছি, সেটি যেন প্রেরণা হিসেবে কাজ করে। এমন সুযোগ হেলায় হারানো যাবে না। আমরা একমত হতে পারলে তা দেশের জন্য ইতিবাচক হবে।’

×