সবকিছু ভুলে ফের একসঙ্গে হিরো আলম ও রিয়ামনি

হিরো আলম : ছবি-সংগৃহীত
সব বিভেদ ও আইনি জটিলতা শেষে আবারও এক হলেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনি। দীর্ঘদিনের বিরোধ ও বিচ্ছেদের নাটকীয়তার অবসান ঘটিয়ে ফের এক হওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে নিজের ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করে সুখবরটি জানান রিয়ামনি। ছবিতে দেখা যায়, হিরো আলম ও রিয়ামনির সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আতিকুর রহমান খান। তাদের হাতে ছিল একটি স্ট্যাম্প, যা দিয়ে সব মামলা-মোকদ্দমার সমাপ্তির ইঙ্গিত মিলেছে।
ছবির ক্যাপশনে রিয়ামনি লিখেছেন, ‘সকল মামলার অবসান ঘটিয়ে একসাথে জীবন গড়ার সিদ্ধান্ত।’ এরপর অ্যাডভোকেট আতিকুর রহমানের নামও উল্লেখ করেন তিনি।
পোস্টটি প্রকাশের পর অনেকেই কমেন্টে অভিনন্দন জানিয়েছেন, অনেকে আবার কটাক্ষও করতে ভোলেননি। একই পোস্ট নিজের টাইমলাইনেও শেয়ার করেছেন হিরো আলম।
এর আগে হিরো আলম তার স্ত্রীর বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন। চলমান বিচ্ছেদ প্রক্রিয়ার মাঝেই সম্প্রতি হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়। সেসময় রিয়ামনি বগুড়া থেকে তাকে ঢাকায় নিয়ে আসেন। এই ঘটনার পরই দুজনের মধ্যে দূরত্ব কমতে থাকে। অবশেষে সব জটিলতা মিটিয়ে আবারও সংসার জীবনে ফিরলেন আলোচিত এই দম্পতি।