আমিরাতে ৮০ হাজার বছরের পুরনো মানব সরঞ্জামের সন্ধান

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আমিরাতের জেবেল ফায়া এলাকায় প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেছেন প্রায় ৮০ হাজার বছর আগের পাথরের তৈরি উন্নত সরঞ্জাম। এই আবিষ্কার আরব উপদ্বীপে প্রাচীন মানব ইতিহাসের প্রচলিত ধারণা পাল্টে দিয়েছে। গবেষকরা বলছেন, এই নিদর্শন প্রমাণ করছে হোমো স্যাপিয়েন্সরা এ অঞ্চলে শুধু পথচারী ছিল না, বরং দীর্ঘ সময় ধরে বসবাস করেছে ও উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে।
খনন কার্যক্রম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জেবেল ফায়া এলাকায় মানুষের অবিচ্ছিন্ন উপস্থিতির প্রমাণ মিলেছে প্রায় ২ লাখ ১০ হাজার বছর আগ পর্যন্ত। পুরো গবেষণার ফলাফল চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক জার্নালে প্রকাশিত হয়।
এই আবিষ্কারের গুরুত্ব বিবেচনায় শারজাহর শাসক শেখ ড. সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি জেবেল ফায়া অঞ্চলকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় যুক্ত করতে মনোনয়ন দিয়েছেন। ইউনেস্কোর ৪৭তম অধিবেশনে (জুলাই ২০২৫) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
প্রত্নতাত্ত্বিকরা বলছেন, জেবেল ফায়ার সরঞ্জামগুলো প্রাচীন মানুষের জটিল প্রযুক্তি ব্যবহারের প্রমাণ বহন করছে। ‘বিডাইরেকশন্যাল রিডাকশন’ পদ্ধতিতে তৈরি এসব হাতিয়ার মানুষের অভিযোজন, উদ্ভাবন ও সংস্কৃতির নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।
শারজাহ প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষের পরিচালক ঈসা ইউসুফ বলেন, ‘জেবেল ফায়ার আবিষ্কার দেখিয়ে দেয় অভিযোজন, উদ্ভাবন আর স্থিতিস্থাপকতাই মানুষের মূল শক্তি।’
এই আবিষ্কার শুধু আরব উপদ্বীপের নয়, বরং পুরো মানব ইতিহাসে নতুন অধ্যায়ের খাতা খুলছে।