গোলাম মাওলা রনি: জুলাই-আগস্টে যা ঘটেছে তা বিপ্লব নয় গণবিস্ফোরণ

গোলাম মাওলা রনি : ছবি-সংগৃহীত
গত বছরের জুলাই-আগস্টের গণআন্দোলনের এক বছর পূর্তিতে দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক এমপি গোলাম মাওলা রনি। এক টেলিভিশন আলোচনায় তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টে বাঙালির বিক্ষোভ-প্রতিবাদ নতুন মাত্রা পেয়েছে, তবে একে বিপ্লব নয়, গণবিস্ফোরণ বলা উচিত।’
রনি বলেন, ‘এই বিস্ফোরণে প্রায় ১০–১২ কোটি মানুষ জড়িত ছিল, তবে কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা বা নেতৃত্ব গড়ে ওঠেনি।’ তিনি আরও বলেন, ‘নেতৃত্বে এখন ক্যারিশমা নেই, ভাষণে মানুষের মন ছোঁয়ার শক্তি নেই।’
আন্দোলনের পর কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় হতাশা জানিয়ে রনি বলেন, ‘মানবতাবাদী বলে যাদের মনে করা হতো, তারাই আজ ক্ষমতার অপব্যবহার করছে।’
সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে রনি বলেন, এতে বড় দলগুলোর অস্বস্তি থাকলেও ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা সুযোগ পাবে। বিএনপির অবস্থান নিয়ে তিনি বলেন, ‘তারা এখনো ভাবে ২৮০টি আসন সহজেই পাবে, যা অবাস্তব।’
রনির মতে, ‘ভালো কাজ ও জনকল্যাণ ছাড়া স্থায়ী পরিবর্তন সম্ভব নয়, কিন্তু এখন সেই ধারা দেখা যাচ্ছে না।’