‘কানাগলি’ নিয়ে ফিরছেন নওশাবা অভাবে ১১ মাস কাজ নেই

কাজী নওশাবা আহমেদ : ছবি-সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ আবারও নতুন কাজ নিয়ে ফিরছেন দর্শকদের সামনে। আগামীকাল কাল বঙ্গ বিডিতে মুক্তি পাচ্ছে আহমেদ জিহাদ পরিচালিত ওটিটি সিরিজ ‘কানাগলি’। সিরিজটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নওশাবা।
দুই বছর আগে পরিচালক আহমেদ জিহাদের প্রস্তাবে এই চরিত্রে অভিনয় করতে রাজি হন নওশাবা। চরিত্রটি একদিকে নেগেটিভ আবার একসময় পজিটিভ হয়ে যায়—এই বিপরীতমুখী রূপই আগ্রহ জাগিয়েছিল তার মধ্যে। নওশাবা বলেন, ‘দুই বছর পর সিরিজটি আলোর মুখ দেখছে, এটা ভেবে ভালো লাগছে।’
তবে কাজের অভাবের কারণে বেশ হতাশ নওশাবা। শেষবার তিনি নুহাশ হুমায়ূনের ‘২ ষ’ সিরিজে কাজ করেছিলেন। এরপর কেটে গেছে ১১ মাস, কোনো নতুন শুটিংয়ের ডাক পাননি। নওশাবা বলেন, ‘আমি নিজেও জানতে চাই, আমাকে কেন ডাকা হচ্ছে না? আমার কাজগুলো কি চোখে পড়ে না? কেউ তো ভাবে না, একজন অভিনেতার টানা ১১ মাস কোনো কাজ না থাকলে তার অবস্থা কী হয়! এটা শিল্পী সমাজের বড় অসঙ্গতি।’
তবে তিনি থেমে নেই। শিল্পী সমাজের উন্নয়নে তিনি যুক্ত আছেন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট বোর্ড ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। নওশাবা জানান, শিল্পীদের জন্য কিছু করার চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ছাড়া তাঁর নাট্যদল ‘টুগেদার উই ক্যান’ ৮ আগস্ট নতুন নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। নাটকটিতে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের অভিনয়ের সুযোগ দিচ্ছেন নওশাবা। নাটকটি বাঙালির ইতিহাস ও সংগ্রামকে কেন্দ্র করে তৈরি হবে। তিনি বলেন, ‘কাজটা কঠিন হলেও আমি আনন্দের সঙ্গে করছি। এই মানুষগুলোর মুখে হাসি দেখতে চাই।’
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবেও নিয়মিত ছবি দেখছেন তিনি। সম্প্রতি ‘সুপারম্যান’ ও ‘কারাতে কিড’ দেখেছেন। নতুন বাংলা ছবি না আসায় এখন ইংরেজি ছবি দেখেই দিন কাটছে তাঁর।
নতুন সিরিজ, নতুন উদ্যোগ আর শিল্পী সমাজের জন্য কাজ—সব মিলিয়ে নতুন উদ্যমে আবারও পর্দায় ফিরছেন নওশাবা আহমেদ।