| ৩ জুলাই ২০২৫
শিরোনাম:

‘কানাগলি’ নিয়ে ফিরছেন নওশাবা অভাবে ১১ মাস কাজ নেই

‘কানাগলি’ নিয়ে ফিরছেন নওশাবা অভাবে ১১ মাস কাজ নেই

কাজী নওশাবা আহমেদ : ছবি-সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ আবারও নতুন কাজ নিয়ে ফিরছেন দর্শকদের সামনে। আগামীকাল কাল বঙ্গ বিডিতে মুক্তি পাচ্ছে আহমেদ জিহাদ পরিচালিত ওটিটি সিরিজ ‘কানাগলি’। সিরিজটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নওশাবা।

দুই বছর আগে পরিচালক আহমেদ জিহাদের প্রস্তাবে এই চরিত্রে অভিনয় করতে রাজি হন নওশাবা। চরিত্রটি একদিকে নেগেটিভ আবার একসময় পজিটিভ হয়ে যায়—এই বিপরীতমুখী রূপই আগ্রহ জাগিয়েছিল তার মধ্যে। নওশাবা বলেন, ‘দুই বছর পর সিরিজটি আলোর মুখ দেখছে, এটা ভেবে ভালো লাগছে।’

তবে কাজের অভাবের কারণে বেশ হতাশ নওশাবা। শেষবার তিনি নুহাশ হুমায়ূনের ‘২ ষ’ সিরিজে কাজ করেছিলেন। এরপর কেটে গেছে ১১ মাস, কোনো নতুন শুটিংয়ের ডাক পাননি। নওশাবা বলেন, ‘আমি নিজেও জানতে চাই, আমাকে কেন ডাকা হচ্ছে না? আমার কাজগুলো কি চোখে পড়ে না? কেউ তো ভাবে না, একজন অভিনেতার টানা ১১ মাস কোনো কাজ না থাকলে তার অবস্থা কী হয়! এটা শিল্পী সমাজের বড় অসঙ্গতি।’

তবে তিনি থেমে নেই। শিল্পী সমাজের উন্নয়নে তিনি যুক্ত আছেন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট বোর্ড ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। নওশাবা জানান, শিল্পীদের জন্য কিছু করার চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ছাড়া তাঁর নাট্যদল ‘টুগেদার উই ক্যান’ ৮ আগস্ট নতুন নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। নাটকটিতে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের অভিনয়ের সুযোগ দিচ্ছেন নওশাবা। নাটকটি বাঙালির ইতিহাস ও সংগ্রামকে কেন্দ্র করে তৈরি হবে। তিনি বলেন, ‘কাজটা কঠিন হলেও আমি আনন্দের সঙ্গে করছি। এই মানুষগুলোর মুখে হাসি দেখতে চাই।’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবেও নিয়মিত ছবি দেখছেন তিনি। সম্প্রতি ‘সুপারম্যান’ ও ‘কারাতে কিড’ দেখেছেন। নতুন বাংলা ছবি না আসায় এখন ইংরেজি ছবি দেখেই দিন কাটছে তাঁর।

নতুন সিরিজ, নতুন উদ্যোগ আর শিল্পী সমাজের জন্য কাজ—সব মিলিয়ে নতুন উদ্যমে আবারও পর্দায় ফিরছেন নওশাবা আহমেদ।

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীত্ব হারিয়ে এবার সংস্কৃতি মন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

‘কানাগলি’ নিয়ে ফিরছেন নওশাবা অভাবে ১১ মাস কাজ নেই

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার পর নতুন দায়িত্ব নিলেন পেতংতার্ন সিনাওয়াত্রা। দেশটির নতুন মন্ত্রিসভায় সংস্কৃতি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে ব্যাংককের গভর্নমেন্ট হাউসে নতুন মন্ত্রিসভার ১৪ জন সদস্যের সঙ্গে আনুষ্ঠানিকভাবে শপথ নেন পেতংতার্ন।

থাই সংবাদমাধ্যম দ্য নেশন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা ৭ মিনিটে শপথ অনুষ্ঠানে পৌঁছান পেতংতার্ন। সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে শুভেচ্ছা জানালেও মাত্র দুই দিন আগেই ক্রিমিনাল কোর্টের আদেশে তাকে প্রধানমন্ত্রীত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শপথগ্রহণ শেষে নতুন মন্ত্রিসভার সদস্যরা আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন করে সরকারি পরিচয়পত্র ও নথিপত্রের জন্য আনুষ্ঠানিক ছবি তোলেন। এরপর এক বিশেষ মন্ত্রিসভার বৈঠকে তারা নতুন দায়িত্ব বুঝে নেন।

এবারের মন্ত্রিসভায় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সুরিয়া জুংরুংরুয়াংকিত। সরকারের একাংশ ভুমজাথাই পার্টি জোট থেকে বেরিয়ে যাওয়ায় নতুন মন্ত্রিসভা গঠন এবং ছোট দলগুলোর সমর্থন নিশ্চিত করতে মরিয়া ক্ষমতাসীন জোট।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে পেতংতার্নের বিতর্কিত ফোনালাপ এবং সীমান্ত ইস্যুতে কথা বলার ঘটনা নতুন করে অস্থিরতা তৈরি করেছে। তার বাবার মতো (সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা) তিনিও রাজনৈতিক চাপে পড়েছেন।

পেতংতার্নের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে ১ জুলাই থেকে ১৫ দিনের সময় বেধে দিয়েছে আদালত। রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকারের বাজেটসহ গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন নিয়েও প্রশ্ন উঠছে।

ছেলের জন্মসনদে ধর্মের ঘর ফাঁকা রাখলেন অভিনেতা বিক্রান্ত

‘কানাগলি’ নিয়ে ফিরছেন নওশাবা অভাবে ১১ মাস কাজ নেই

বিক্রান্ত মাসে : ছবি-সংগৃহীত

গত বছর পুত্র সন্তানের বাবা হয়েছেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে। চলতি বছর এক বছর পূর্ণ হয়েছে তার ছেলে বেদান্তের। তবে ছেলের জন্মসনদ করতে গিয়ে এক অনন্য উদাহরণ তৈরি করেছেন এই অভিনেতা।

জন্মসনদের ফর্মে ‘ধর্ম’ লিখতে গিয়ে দ্বিধায় পড়ে যান বিক্রান্ত। যদিও তিনি নিজে হিন্দু ধর্ম পালন করেন, তার বাবা খ্রিস্টান, মা শিখ আর ভাই মুসলিম ধর্ম গ্রহণ করে নাম রেখেছেন মইন। ফলে একটি পরিবারে চারটি ধর্মের এই সহাবস্থান অভিনেতাকে ভাবিয়ে তোলে।

শেষ পর্যন্ত ছেলের জন্ম নিবন্ধনের ফর্মে ‘ধর্ম’ অংশটি ফাঁকা রেখেছেন বিক্রান্ত। তার বিশ্বাস, বড় হয়ে বেদান্ত নিজেই ঠিক করবে সে কী বিশ্বাস করবে।

এ নিয়ে বিক্রান্ত বলেন, ‘আমার মনে হয়, ধর্ম একেবারেই ব্যক্তিগত পছন্দ। কে কোন ধর্মে বিশ্বাসী হবেন, সেটা তার নিজের ব্যাপার। আমি বাড়িতে পূজা করি, গুরুদ্বারে যাই, দরগাতেও যাই—সব জায়গায়ই শান্তি খুঁজে পাই।’

তিনি আরও বলেন, ‘আমি চাই না আমার ছেলে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করুক। তাই তাকে সেই শিক্ষাই দেব।’

অভিনয় জীবনে বিক্রান্ত ‘টুয়েলভ ফেল’ ও ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মতো ছবিতে কাজ করে দর্শকের মন জয় করেছেন। অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দিলেও ভক্তদের অনুরোধে আবারও কাজে ফিরেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত আ’হত অ’ন্তত ১৫

‘কানাগলি’ নিয়ে ফিরছেন নওশাবা অভাবে ১১ মাস কাজ নেই

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আবারও একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২ জুলাই) সন্ধ্যায় রাজ্যের দক্ষিণাঞ্চলে একটি স্কাইডাইভিং বিমান এয়ারপোর্টের কাছের বনভূমিতে পড়ে যায়।

বিমানটিতে থাকা সকল আরোহীই আহত হয়েছেন। আহত ১৫ জনের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ৩ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও জরুরি সেবাদানকারী দল এবং দ্রুত আহতদের হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে।

×