ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হা’মলায় জেরুজালেমে আতঙ্ক প্রতিশোধের হু’মকি ইসরায়েলের

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার জেরে আবারও আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলে। মঙ্গলবার (১ জুলাই) জেরুজালেমে সতর্কতা সাইরেন বাজতে শুরু করলে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি করতে দেখা যায় সাধারণ মানুষকে। খবরটি নিশ্চিত করেছে আরব নিউজ এবং টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে ছোড়া হয়েছিল এবং সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। তবে বেশিরভাগ হামলাই প্রতিহত করা হচ্ছে বলে দাবি আইডিএফের। এর জবাবে ইয়েমেনে একাধিক হামলাও চালিয়েছে ইসরায়েল।
এ হামলার পর হুতিদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘ইয়েমেনের ভাগ্য তেহরানের মতোই হবে। কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুললে, সেই হাত কেটে ফেলা হবে।’’ তিনি আরও জানান, গত মাসে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে ১২ দিনের অভিযান চালানো হয়েছিল। ইসরায়েলের ওপর আক্রমণ অব্যাহত থাকলে ইয়েমেনের ওপর নৌ ও বিমান অবরোধেরও হুমকি দেন তিনি।