| ৩ জুলাই ২০২৫
শিরোনাম:

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হা’মলায় জেরুজালেমে আতঙ্ক প্রতিশোধের হু’মকি ইসরায়েলের

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হা’মলায় জেরুজালেমে আতঙ্ক প্রতিশোধের হু’মকি ইসরায়েলের

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার জেরে আবারও আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলে। মঙ্গলবার (১ জুলাই) জেরুজালেমে সতর্কতা সাইরেন বাজতে শুরু করলে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি করতে দেখা যায় সাধারণ মানুষকে। খবরটি নিশ্চিত করেছে আরব নিউজ এবং টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে ছোড়া হয়েছিল এবং সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। তবে বেশিরভাগ হামলাই প্রতিহত করা হচ্ছে বলে দাবি আইডিএফের। এর জবাবে ইয়েমেনে একাধিক হামলাও চালিয়েছে ইসরায়েল।

এ হামলার পর হুতিদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘ইয়েমেনের ভাগ্য তেহরানের মতোই হবে। কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুললে, সেই হাত কেটে ফেলা হবে।’’ তিনি আরও জানান, গত মাসে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে ১২ দিনের অভিযান চালানো হয়েছিল। ইসরায়েলের ওপর আক্রমণ অব্যাহত থাকলে ইয়েমেনের ওপর নৌ ও বিমান অবরোধেরও হুমকি দেন তিনি।

‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল জুলাই পুনর্জাগরণ আয়োজন চলবে আগের মতো

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হা’মলায় জেরুজালেমে আতঙ্ক প্রতিশোধের হু’মকি ইসরায়েলের

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঘোষিত এক মিনিটের ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই প্রতীকী কর্মসূচি আর থাকছে না।

বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ফারুকী লিখেছেন, ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে শুরু থেকেই আমাদের মধ্যে দ্বিধা ছিল। “এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট” আসলে ভালো ধারণা কি না, তা নিয়ে আমাদের অনেকেরই আপত্তি ছিল। তবে আলোচনার মধ্যে আবার এটা ঢুকে গিয়েছিল।’

তিনি বলেন, ‘বড় আকারের কর্মসূচিতে এমন ভুল থেকে যেতেই পারে। তবে আপনাদের মতামতের জন্য আমরা কৃতজ্ঞ। দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমরা এই কর্মসূচি বাতিল করেছি। সংশোধিত স্লাইডও শেয়ার করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ বাদ গেলেও ‘পুনর্জাগরণ’ এর অন্যসব আয়োজন পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই হবে।

ঐকমত্য কমিশনের বৈঠক চলছে ২০ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হা’মলায় জেরুজালেমে আতঙ্ক প্রতিশোধের হু’মকি ইসরায়েলের

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকের শুরুতে ব্রিফিংয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, এখনো প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সেগুলো নিয়ে আলোচনা চলছে।

ড. আলী রীয়াজ বলেন, ‘অনেক বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও পরে আবার সেটি তোলা হচ্ছে না, কারণ আমরা দলীয়ভাবে আলোচনার সুযোগ দিচ্ছি। আমাদের লক্ষ্য সাফল্য নিয়ে বৈঠক শেষ করা।’

তিনি আরও বলেন, ‘যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখানে পৌঁছেছি, সেটি যেন প্রেরণা হিসেবে কাজ করে। এমন সুযোগ হেলায় হারানো যাবে না। আমরা একমত হতে পারলে তা দেশের জন্য ইতিবাচক হবে।’

পাকিস্তানে বো’মা হা’ম’লায় সরকারি কর্মকর্তা নি’হত ৫

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হা’মলায় জেরুজালেমে আতঙ্ক প্রতিশোধের হু’মকি ইসরায়েলের

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সরকারি গাড়িতে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) প্রদেশের উপজাতি অধ্যুষিত বাজাউর জেলায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল সহকারী কমিশনারের সরকারি গাড়ি। বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান নওগাইয়ের সহকারী কমিশনার (এসি) ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সাব-ইন্সপেক্টর নূর হাকিম ও কনস্টেবল রশিদসহ চার সরকারি কর্মকর্তা।

এ ঘটনায় আরও অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। হামলার কারণ ও হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

×