মিথ্যা ভিডিও কন্টেন্টে ক্ষুব্ধ মিষ্টি জান্নাত আইনের আশ্রয়ে যাচ্ছেন

মিষ্টি জান্নাত : ছবি-সংগৃহীত
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত ফের বিতর্কিত গুজবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সম্প্রতি একটি ফেসবুক পেইজে তার নামে বিভ্রান্তিকর ভিডিও কন্টেন্ট ছড়ানোয় আইনের আশ্রয় নিচ্ছেন তিনি।
ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, বিদেশে ‘খদ্দেরের সঙ্গে ধরা’ পড়েছেন মিষ্টি জান্নাত। এ প্রসঙ্গে মিষ্টি বলেন, ‘গত কয়েকদিন ধরে একাধিক পেইজ আমার নামে মিথ্যা ভিডিও ছড়াচ্ছে। সর্বশেষ এক পেইজ দাবি করেছে আমি বিদেশে খদ্দেরের সঙ্গে ধরা খেয়েছি—যা সম্পূর্ণ মিথ্যা। এ নিয়ে পরিবার-পরিচিতজনদের নানা প্রশ্ন ও ফোনে খুবই বিব্রতকর অবস্থায় পড়েছি।’
তিনি আরও জানান, ভিডিওটি আসলে ঢাকায় এক অনুষ্ঠানের শেষে তার ম্যানেজারের সঙ্গে গাড়িতে ওঠার মুহূর্তের। সেই ভিডিও বিকৃত শিরোনামে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
মিষ্টি বলেন, ‘ইতোমধ্যে আমি ভুয়া কনটেন্ট ছড়ানো কিছু পেইজ, কথিত সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরের নাম আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। নিয়মিত অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার দন্ত চিকিৎসক। ঢাকায় ও দুবাইয়ে তার ডেন্টাল ক্লিনিক রয়েছে।