| ২ জুলাই ২০২৫
শিরোনাম:

মিথ্যা ভিডিও কন্টেন্টে ক্ষুব্ধ মিষ্টি জান্নাত আইনের আশ্রয়ে যাচ্ছেন

মিথ্যা ভিডিও কন্টেন্টে ক্ষুব্ধ মিষ্টি জান্নাত আইনের আশ্রয়ে যাচ্ছেন

মিষ্টি জান্নাত : ছবি-সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত ফের বিতর্কিত গুজবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সম্প্রতি একটি ফেসবুক পেইজে তার নামে বিভ্রান্তিকর ভিডিও কন্টেন্ট ছড়ানোয় আইনের আশ্রয় নিচ্ছেন তিনি।

ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, বিদেশে ‘খদ্দেরের সঙ্গে ধরা’ পড়েছেন মিষ্টি জান্নাত। এ প্রসঙ্গে মিষ্টি বলেন, ‘গত কয়েকদিন ধরে একাধিক পেইজ আমার নামে মিথ্যা ভিডিও ছড়াচ্ছে। সর্বশেষ এক পেইজ দাবি করেছে আমি বিদেশে খদ্দেরের সঙ্গে ধরা খেয়েছি—যা সম্পূর্ণ মিথ্যা। এ নিয়ে পরিবার-পরিচিতজনদের নানা প্রশ্ন ও ফোনে খুবই বিব্রতকর অবস্থায় পড়েছি।’

তিনি আরও জানান, ভিডিওটি আসলে ঢাকায় এক অনুষ্ঠানের শেষে তার ম্যানেজারের সঙ্গে গাড়িতে ওঠার মুহূর্তের। সেই ভিডিও বিকৃত শিরোনামে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

মিষ্টি বলেন, ‘ইতোমধ্যে আমি ভুয়া কনটেন্ট ছড়ানো কিছু পেইজ, কথিত সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরের নাম আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। নিয়মিত অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার দন্ত চিকিৎসক। ঢাকায় ও দুবাইয়ে তার ডেন্টাল ক্লিনিক রয়েছে।

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হা’মলায় জেরুজালেমে আতঙ্ক প্রতিশোধের হু’মকি ইসরায়েলের

মিথ্যা ভিডিও কন্টেন্টে ক্ষুব্ধ মিষ্টি জান্নাত আইনের আশ্রয়ে যাচ্ছেন

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার জেরে আবারও আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলে। মঙ্গলবার (১ জুলাই) জেরুজালেমে সতর্কতা সাইরেন বাজতে শুরু করলে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি করতে দেখা যায় সাধারণ মানুষকে। খবরটি নিশ্চিত করেছে আরব নিউজ এবং টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে ছোড়া হয়েছিল এবং সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। তবে বেশিরভাগ হামলাই প্রতিহত করা হচ্ছে বলে দাবি আইডিএফের। এর জবাবে ইয়েমেনে একাধিক হামলাও চালিয়েছে ইসরায়েল।

এ হামলার পর হুতিদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘ইয়েমেনের ভাগ্য তেহরানের মতোই হবে। কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুললে, সেই হাত কেটে ফেলা হবে।’’ তিনি আরও জানান, গত মাসে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে ১২ দিনের অভিযান চালানো হয়েছিল। ইসরায়েলের ওপর আক্রমণ অব্যাহত থাকলে ইয়েমেনের ওপর নৌ ও বিমান অবরোধেরও হুমকি দেন তিনি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক আজ

মিথ্যা ভিডিও কন্টেন্টে ক্ষুব্ধ মিষ্টি জান্নাত আইনের আশ্রয়ে যাচ্ছেন

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠক আজ বুধবার (২ জুলাই) শুরু হচ্ছে। দু’দিন বিরতির পর সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হবে।

আজকের আলোচনায় নতুন কোনো এজেন্ডা থাকছে না। আগের আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলোই এবার পুনরায় আলোচনায় তোলা হবে। ধারাবাহিক বৈঠকের মাধ্যমে দ্রুত সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে চায় কমিশন।

এ বিষয়ে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ জানিয়েছেন, জুলাই মাসের মধ্যেই কমিশন একটি চূড়ান্ত সনদ তৈরি করতে চায়। তবে এটি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপরই নির্ভর করছে বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনী অনিয়ম মা’মলায় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিচ্ছেন সাবেক সিইসি নুরুল হুদা

মিথ্যা ভিডিও কন্টেন্টে ক্ষুব্ধ মিষ্টি জান্নাত আইনের আশ্রয়ে যাচ্ছেন

কে এম নুরুল হুদা: ছবি-সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ এবং জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে দায়ের হওয়া মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের খাস কামরায় তার জবানবন্দি রেকর্ড করা শুরু হয়।

আদালতে দায়িত্বপ্রাপ্ত এক উপপরিদর্শক গণমাধ্যমকে জানিয়েছেন, নুরুল হুদার জবানবন্দি রেকর্ড প্রক্রিয়া এখনও চলমান।

এর আগে গত ২২ জুন রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে একদল জনতার হামলার শিকার হন নুরুল হুদা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠান। গত সোমবার পুলিশ তার আরও ১০ দিনের রিমান্ড আবেদন করে।

‘প্রহসনের নির্বাচন’ আয়োজনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সম্প্রতি শেরেবাংলা নগর থানায় রাষ্ট্রদ্রোহ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় ২০১৪ সালের তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের সিইসি কে এম নুরুল হুদা এবং ২০২৪ সালের সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে।

×