কলকাতায় শুটিং শেষ দেশে ফিরছেন না জয়া আহসান

জয়া আহসান : ছবি-সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির শুটিং নিয়ে। দুই সপ্তাহ ধরে টানা শুটিংয়ের শেষ ভাগ চলছে। তবে শুটিং শেষ হলেও এখনই ঢাকায় ফিরছেন না তিনি।
জয়া জানিয়েছেন, ‘আজও অর্ধাঙ্গিনী’র কাজ শেষ করেই শুরু হবে তার নতুন ছবি ‘ডিয়ার মা’-এর প্রচারণা। ছবিটি এ মাসের তৃতীয় সপ্তাহে ভারতে মুক্তি পেতে যাচ্ছে। ইতিমধ্যেই টিজার দেখে দর্শকের প্রত্যাশা বেশ উঁচুতে, আর ৩ জুলাই আসছে ছবির ট্রেলার।
এদিকে দেশে ঈদে মুক্তি পেয়েছে জয়ার অভিনীত দুই ভিন্ন ঘরানার ছবি ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। একসঙ্গে দুই ছবিতে ভিন্ন চরিত্রে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জয়া বলেন, ‘‘‘তাণ্ডব’ বাণিজ্যিক ঘরানার ছবি, আর ‘উৎসব’ তানিম নূরের বিশেষ গল্প। দর্শক যেভাবে ‘উৎসব’ গ্রহণ করেছে, তা প্রমাণ করেছে—ভালো গল্পকে দর্শক ঠিকই খুঁজে নেয়।’’
দুই বাংলার সিনেমা প্রসঙ্গে জয়া বলেন, ‘‘পার্থক্য কিছু দেখি না। সবাই ভালোবেসে, চ্যালেঞ্জ নিয়ে কাজ করে। আমাদের সিনেমাও এখন অনেক এগিয়েছে।’’
ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল থাকলেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘‘রিলেশনশিপ বা বিয়ে নিয়ে কিছুই বলব না। আমার ব্যক্তিগত জায়গা আমারই থাক।’’
চলমান ব্যস্ততা নিয়ে জয়া আরও জানান, জন্মদিনও কাটবে শুটিং সেটেই। ‘‘শুটিং শেষের পর ‘ডিয়ার মা’র প্রচারণা, এরপর নতুন কাজ।’’