| ৭ আগস্ট ২০২৫
শিরোনাম:

শাকিব খানের সঙ্গে তৃতীয় বিয়ের গুঞ্জনে ফের আলোচনায় মিষ্টি জান্নাত

শাকিব খানের সঙ্গে তৃতীয় বিয়ের গুঞ্জনে ফের আলোচনায় মিষ্টি জান্নাত

শাকিব খানের সঙ্গে তৃতীয় বিয়ের গুঞ্জনে ফের আলোচনায় মিষ্টি জান্নাত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বরাবরই যেমন আলোচনায় থাকেন পর্দায়, তেমনি ব্যক্তি জীবন নিয়েও থাকেন খবরের শিরোনামে। নায়িকা অপু বিশ্বাস এবং শবনম বুবলীর সঙ্গে সম্পর্ক ভাঙনের পর এবার তার তৃতীয় বিয়ের গুঞ্জন ফের নতুন করে আলোচনায় এসেছে।

গত বছরই খবর ছড়িয়েছিল, শাকিব খানের জন্য পারিবারিকভাবে একজন ডাক্তার পাত্রী খোঁজা হয়েছে। তখন অভিনেত্রী মিষ্টি জান্নাত নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, সেই পাত্রী তিনি হতে পারেন। যদিও পরবর্তীতে মিষ্টি গণমাধ্যমে বিষয়টিকে ‘মজা’ বলে উড়িয়ে দিয়েছিলেন।

তবে এবার ফের আলোচনায় মিষ্টি ও শাকিব—কারণ মিষ্টি জান্নাত সম্প্রতি ফেসবুকে শাকিব খানের সঙ্গে তিনটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেন। ছবিগুলোতে দেখা যায়, তারা একটি ফ্লাইটে একসঙ্গে আছেন। যদিও সহকর্মী হিসেবে কোথাও যাওয়া স্বাভাবিক, তবে আসল আলোচনার কেন্দ্রবিন্দু ছবির ক্যাপশন।

মিষ্টি ছবির ক্যাপশনে দিয়েছেন তিনটি লাভ ইমোজি এবং দু’বার লিখেছেন “Love”। এখান থেকেই শুরু গুঞ্জন—তবে কি শাকিবের জীবনে নতুন কেউ এসেছেন? সে কি মিষ্টি জান্নাত?

সাধারণ নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন, “শাকিবের তিন নম্বর বউ!” অনেকে দিয়েছেন শুভকামনা, আবার কেউ কেউ পুরো ব্যাপারটাকে “পাবলিসিটি স্টান্ট” বলে অভিহিত করেছেন।

শাকিব ভক্তরা বেশ ক্ষুব্ধ মিষ্টির এমন ইঙ্গিতপূর্ণ পোস্টে। অনেকে সামাজিক মাধ্যমে লিখেছেন, “শাকিব খানের জীবনে মিষ্টি জান্নাতের কোনো সুযোগ নেই”, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “এই পোস্ট দিয়ে তিনি কী বোঝাতে চাচ্ছেন?”

এদিকে শাকিব খান এখনও এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে বিনোদন অঙ্গনের ভক্ত ও অনুসারীদের মধ্যে চলছে তুমুল আলোচনা।

মালয়েশিয়ায় পারমিটের অপব্যবহার: আটক ৩০৬ বাংলাদেশি

শাকিব খানের সঙ্গে তৃতীয় বিয়ের গুঞ্জনে ফের আলোচনায় মিষ্টি জান্নাত

মালয়েশিয়ায় আবারও বড়সড় অভিযানে ধরা পড়ল পারমিট জালিয়াতি ও অপব্যবহারের চিত্র। বুধবার (৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বুকিত মের্তাজামের সিম্পাং আমপাট এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে ৩০৬ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, সমন্বিত এ অভিযানে মোট ৭৪৯ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩০৭ জনকে বিভিন্ন অপরাধের কারণে আটক করা হয়েছে, যার মধ্যে ৩০৬ জন বাংলাদেশি এবং একজন নেপালি। আটককৃতদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

তিনি জানান, অভিযানে পারমিট সেক্টরের অপব্যবহার, অনুমোদনহীন স্থানে কাজ করা, মেয়াদোত্তীর্ণ পারমিট থাকা এবং বৈধ ভ্রমণ নথি না থাকার মতো একাধিক অপরাধ ধরা পড়েছে। উদাহরণস্বরূপ, অনেক শ্রমিকের পরিষ্কার-পরিচ্ছন্নতা সেক্টরের পারমিট থাকলেও তারা কারখানায় কাজ করছিলেন।

অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), সেবারাং পেরাই সিটি কাউন্সিল (এমবিএসপি) এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (জেকেকেপি) অংশ নেয়। অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিকটবর্তী জাওয়ি ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।

অভিযানের সময় আটক এক বাংলাদেশি জানান, তিনি ২০২৩ সালে মালয়েশিয়ায় এসেছেন একজন এজেন্টের মাধ্যমে। এজন্য তাকে প্রায় ২০ হাজার রিঙ্গিত (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার লাখ) দিতে হয়েছে।

দাতুক জাকারিয়া সতর্ক করে বলেন, মালয়েশিয়ায় কেউ পারমিটের অপব্যবহার করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সুন্দরবন থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্বে লোকালয় থেকে হরিণ উদ্ধার

শাকিব খানের সঙ্গে তৃতীয় বিয়ের গুঞ্জনে ফের আলোচনায় মিষ্টি জান্নাত

ছবি- শ্যামনগরে লোকালয় থেকে উদ্ধারকৃত হরিণ শাবক।

শ্যামনগর উপজেলায় সুন্দরবন থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্বে লোকালয়ে এক ব্যক্তির পুকুর থেকে জীবিত একটি হরিণ শাবক উদ্ধার করেছেন সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের ফরেষ্টারবৃন্দ।

বুধবার (৬ আগষ্ট) সকালে শ্যামনগর উপজেলার তালবাড়িয়া গ্রাম থেকে গ্রামবাসির সহায়তায় মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ফরেষ্টারবৃন্দ হরিণটি উদ্ধার ও অবমুক্ত করেন।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের আওতায় মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল কুমার মন্ডল জানান,গ্রামবাসির মাধ্যমে জানতে পারেন একটি জীবিত হরিণ শাবক পুকুরে ভাসতে দেখে তারা উদ্ধার করেছেন। তৎক্ষনাৎ কয়েকজন ফরেষ্টার সহ ঘটনাস্থলে হাজির হয়ে হরিণটি লোকালয় থেকে এনে প্রাথমিক চিকিৎসা শেষে গ্রামবাসীর উপস্থিতিতে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

তিনি জানান উদ্ধারকৃত হরিণটির বয়স অনুমান দুই বছর। এটি ছিল মেয়ে হরিণ।

তালবাড়ীয়া গ্রামের বাসিন্দা মননজয় মন্ডল বলেন সকালে তারা হরিণটিকে একটি পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে বনবিভাগকে সংবাদ দেওয়া হলে বনবিভাগ কর্মকর্তাবৃন্দ হরিণটিকে নিয়ে সুন্দরবনে অবমুক্ত করেন।

পটুয়াখালী ভার্সিটির, রিজেন্ট বোর্ডের নতুন সদস্য হিসেবে অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদ এর মনোনয়ন।

শাকিব খানের সঙ্গে তৃতীয় বিয়ের গুঞ্জনে ফের আলোচনায় মিষ্টি জান্নাত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের নতুন সদস্য হিসেবে অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদকে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ১৮(১)(এ) ধারা অনুযায়ী, ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৫৩তম সভার সুপারিশক্রমে, ভাইস-চ্যান্সেলরের ক্ষমতাবলে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

ল্যাংগুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমানের মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া পদে ৪ আগস্ট ২০২৫ থেকে আগামী তিন বছরের জন্য অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদকে রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স বিভাগে অধ্যাপনা করছেন।

ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক পএের মাধ্যমে এ নিয়োগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়। নবনিযুক্ত রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদ বলেন, পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হওয়া আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। আমি বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গঠনমূলক অবদান রাখতে পারব। শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টিতে সর্বাত্মক চেষ্টা করব এবং এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।

এ উপলক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “অধ্যাপক ড. মোঃ মামুন-অর-রশিদ একজন মেধাবী, অভিজ্ঞ ও নিষ্ঠাবান শিক্ষক। তাঁর একাডেমিক দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতা রিজেন্ট বোর্ডের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা আশা করি, তাঁর যোগদান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার জন্য আরও উন্নত পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে।

পবিপ্রবি পরিবার নবনিযুক্ত রিজেন্ট বোর্ড সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছে।

×