শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্যামনগরের কৈখালী দুর্যোগ বিষয়ক মহড়া সাগর পাড়ের জীবন যুদ্ধ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

ছবিঃ শ্যামনগর কৈখালী দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া সাগর পাড়ের জীবন যুদ্ধের চিত্র।

উপকূলের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত সংলগ্ন ইউনিয়ন কৈখালীতে বৃহস্পতিবার(৮ মে) বিকাল ৫টায় ঘূর্নিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া “সাগর পাড়ের জীবন যুদ্ধ” অনুষ্ঠিত হয়।

কৈখালী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও উত্তরণের বাস্তবায়নে কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করণ কর্মসূচির আওতায় মাঠ মহড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম।

ছবিঃ শ্যামনগর কৈখালী দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া সাগর পাড়ের জীবন যুদ্ধের চিত্র।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় মনোজ মন্ডলের নির্দেশনায় সাগর পাড়ের জীবন যুদ্ধ গল্পটি খুলনার অদিতি শিল্প গোষ্ঠি পরিবেশন করেন। গল্পটি লিখেছেন মাহফুজ আলম। গল্পের মধ্যে শিল্পিবৃন্দ নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন ঘূর্নিঝড়ের পূর্বে, ঘূর্ণিঝড়কালীন ও পরবর্তী সময়ে করণীয় বিষয়, উদ্ধার কার্যক্রম, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা, প্রতিবন্ধী, নারী ও শিশু বান্ধব সাইক্লোন শেল্টার প্রস্তত সহ অন্যান্য বিষয়ে।

মাঠ মহড়ায় বক্তারা বলেন সাগর পাড়ের জীবন যুদ্ধ গল্পটি দুর্যোগ প্রবন এলাকা কৈখালীর মানুষের বাস্তব জীবনে অনেক কাজে আসবে। এছাড়া উপকূলীয় এলাকায় এধরনের মহড়া পরিবেশন করার আহব্বান জানান।

মাঠ মহড়া পরবর্তী বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, কৈখালী ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ শাহিনুর আলম, সিপিপি সদস্য পঙ্কজ মন্ডল, উত্তরণের প্রজেক্ট সমন্বয়কারী ছাবেকুন্নাহার, উপজেলা সমন্বয়কারী রেণুকা কর্মকার, মনিটরিং সমন্বয়কারী সেজিনা খান, ইউপি ফিল্ড ফ্যাসিলিটেটর তফুরা খাতুন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি জামায়াতের আমীর রাশিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, ইউপি সদস্যবৃন্দ, সিপিপি সদস্যবৃন্দ প্রমুখ।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]