শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে বন্দুকযুদ্ধ: ট্রাইব্যুনালের তদন্ত শুরু

মোহাম্মদ ইউনুছ অভি কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নামে যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল, তার সঠিক তদন্তের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত দল কাজ শুরু করেছে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমের অংশ হিসেবেই এই তদন্ত চলছে।

সোমবার ও মঙ্গলবার—দুই দিন ধরে তদন্ত দলটি টেকনাফে অবস্থান করে আলোচিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত কাউন্সিলর একরামুল হকসহ আরও কয়েকটি ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার।

তিনি জানান, ছয় সদস্যের একটি তদন্ত দল নিয়ে তিনি নিজে টেকনাফে কাজ করেছেন এবং মঙ্গলবার তদন্ত শেষে টেকনাফ ত্যাগ করবেন।

তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে টেকনাফের কাউন্সিলর একরামুল হকের পরিবারসহ আরও কয়েকটি ভুক্তভোগী পরিবারের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। টেকনাফে এত মানুষকে মাদকবিরোধী অভিযানের নামে হত্যা করা হয়েছে—এটি অত্যন্ত দুঃখজনক। সরকারের সহায়তা বা মদদ ছাড়া কোনো একটি এলাকায় এভাবে এতগুলো মানুষকে হত্যা করা সম্ভব নয়। আমাদের লক্ষ্য হচ্ছে, এসব ঘটনার পেছনে যাঁরা মদদ দিয়েছেন—সরকারের উচ্চপর্যায়ের সেই ব্যক্তিদের বিচারের আওতায় আনা।

এ বিষয়ে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, তদন্ত দলটি তাদের নিজস্ব নিয়মে কাজ করছে এবং থানা থেকেও প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়েছে।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]