শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিয়ে মানবতার নজির গড়লেন খালেদা জিয়া

আবাসন নিউজ২৪|নিজস্ব প্রতিবেদকঃ

বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিয়ে মানবতার নজির গড়লেন খালেদা জিয়া

collected

বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিয়ে মানবতার নজির গড়লেন খালেদা জিয়া

লন্ডনের চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এতোদিন ছিলেন দূর পরবাসে, চিকিৎসার ঘেরাটোপে বন্দি। অবশেষে দেশে ফেরার দিন ঠিক হয়েছে। আসছেনও সাধারণ যাত্রীদের সঙ্গে সাধারণ ফ্লাইটেই—যেখানে সহজেই চাইলেই নিতে পারতেন বিশেষ সুবিধা, কিন্তু তা করেননি তিনি।

বিমানের পক্ষ থেকে প্রস্তাব এসেছিল—খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় রুট পরিবর্তন করে লন্ডন থেকে সরাসরি ঢাকায় নামিয়ে, পরে সিলেট নিয়ে যাওয়ার। এতে তাঁর কষ্ট কম হতো নিঃসন্দেহে। কিন্তু অন্য যাত্রীদের হয়রানির কথা ভেবে, একটুও দেরি না করে সেই প্রস্তাব নাকচ করে দিলেন। যেন বললেন—’আমি কষ্ট নিতে পারি, ওরা না।’

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী ৪ মে সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছাড়বে। সিলেট হয়ে ৫ মে ঢাকায় অবতরণ করবে সেই বিমান। খালেদা জিয়ার সঙ্গে তাঁর দুই পুত্রবধূরও ফেরার সম্ভাবনা আছে বলে জানা গেছে।

প্রায় পাঁচ মাস আগে, ৮ জানুয়ারি, উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সৌজন্যে একটি বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হন তিনি। টানা ১৭ দিন হাসপাতালে চিকিৎসা চলার পর যান তারেক রহমানের বাসভবনে। সেখানেই চলছে তাঁর পর্যবেক্ষণ ও পুনর্বাসন চিকিৎসা।

খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগতে থাকা একজন মানবিক মানুষ। লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হার্ট, ডায়াবেটিস, আর্থরাইটিস—প্রতিদিন লড়াই করতে হয়েছে শরীরের সঙ্গে। এর মধ্যে দেশে ফিরছেন তিনি, মানুষের ভালোবাসার টানে, মাটির টানে।

২০১৮ সালে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন তিনি। দুই বছরের বেশি সময় কাটান কারাগারে। পরিবারের পক্ষ থেকে বহুবার অনুরোধ করা হলেও, তখনকার সরকার বিদেশে চিকিৎসার অনুমতি দেয়নি।
শেষ পর্যন্ত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকারের পতন হলে রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বেগম খালেদা জিয়া। আদালত পরবর্তীতে তাঁর মামলার রায় বাতিল করে দেন।

আজ এই মুহূর্তে, যখন তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, তখন রাজনীতি নয়—খালেদা জিয়াকে মানুষ মনে রাখছে তাঁর মানবিক দৃষ্টান্তের জন্য। নিজের কষ্টের চেয়ে অন্যের কষ্টকে গুরুত্ব দিয়ে সাধারণ ফ্লাইটে দেশে ফিরছেন—এ যেন এক নীরব অথচ গর্বিত বার্তা দেশের মানুষকে।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]