
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা পৌরসভার উদ্দোগে গণসংযোগ পক্ষ উপলক্ষে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয় ।
শনিবার ২৬ এপ্রিল বিকাল ৫ টার সময় পাবনা শহরের মুজাহিদ ক্লাব মোড়ে জামায়াতে ইসলামীর পৌর সভার উদ্যোগ গণসংযোগ পক্ষ উপলক্ষে দাওয়াতী সভার আয়োজন করা হয় ।
পৌর সভার ৫ নং ওয়ার্ডে সভাপতি মোঃ চাঁদ আলীর পরিচালনায় সাগত বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ডে আমীর মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আব্দুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মুজলিশে সুরার অন্যতম সদস্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও পাবনা জেলা জামায়াতে নায়েবে আমীর পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুজলিশে সুরার সদস্য ও জেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান , সহকারী সেক্রেটারি এ এস এম আব্দুল্লাহ , পৌর আমীর মাওলানা আব্দুল লতিফ ।

সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী কোন ফ্যাসিবাদ, স্বৈরাচার কিংবা প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদের সাথে আপোষ করেনি । আগামিতেও করবে না ইনশাআল্লাহ । দেশে জামায়াতের দাওয়াতি পক্ষ চলছে । তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে বসে থাকার সুযোগ নেই বরং সকল শ্রেণি ও পেশার মানুষের কাছে ইসলামের সু—মহান দাওয়াত পৌঁছানো আমাদের কর্তব্য হয়ে পড়েছে । আমারা দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আবশ্যকতা, যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা প্রত্যেক মানুষের কাছে উপস্থাপন করছি । দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে অপরাধ, পাপাচার ও দুর্নীতিমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পারবো । বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই স্বপ্নকে সামনে নিয়েই কাজ করে যাচ্ছে । আপনারা যদি আগামীতে আমাদের রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন তাহলে আমরা দেশের জনগণের সেবক হিসেবে কাজ করবো এবং এই পাবনাকে রোল মডেল হিসেবে গড়ে তুলবো।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন পৌর জামায়াতে সাবেক আমীর অধ্যাপক রাকিব উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন সহকারী সেক্রেটারি মোঃ ইকরামুল হক, জাতীয় মুক্তিযুদ্ধো পরিশোধের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এম এ সাত্তার, জামায়াত নেতা নুর-ই ইসলাম উজ্জ্বল।

আরো উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযুদ্ধো পরিষদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাছির উদ্দীন নাছিম, পৌর জামায়াতে নায়েবে আমীর ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দিন সহ জামায়াতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।