| ১ জুলাই ২০২৫
শিরোনাম:

নবীনগরে হেফাজতে ইসলাম, নবীনগর উপজেলা শাখার কমিটি নিয়ে ধুম্রজাল।

নবীনগরে হেফাজতে ইসলাম, নবীনগর উপজেলা শাখার কমিটি নিয়ে ধুম্রজাল।

নবীনগরে হেফাজতে ইসলাম, নবীনগর উপজেলা শাখার কমিটি নিয়ে ধুম্রজাল।

 

হেফাজতে ইসলাম বাংলাদেশ নবীনগর উপজেলার শাখা কমিটি নিয়ে দুপক্ষের পরস্পর বিরোধী বক্তব্য। হেফাজতে ইসলামের কর্মীদের মাঝে এই নিয়ে দিদা দ্বন্দ্বে ভুগছে । আজ বুধবার (২৩/০৪) হেফাজত ইসলাম নবীনগর শাখার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম নবীনগর রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত নিজেকে হেফাজতে ইসলাম নবীনগর উপজেলা শাখার সভাপতি দাবী করেন।এ সময় সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নবীনগর উপজেলা শাখার সহ-সভাপতি ও যোগ্য সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন। অপরদিকে হেফাজত ইসলামের নবীনগর শাখার নবগঠিত কমিটির সভাপতি মুফতি বেলায়েতুল্লাহ ও মাওলানা মেহেদী হাসান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এ ধরনের প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হচ্ছে।
মাওলানা আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, হেফাজতে ইসলামের দুর্দিনে যখন কেউ পদ নিতে আগ্রহী ছিল না তখন থেকে আমি নবীনগর উপজেলা শাখার সভাপতি হিসেবে সততার সহিত দায়িত্ব পালন করে আসছি। গত ১৫ ফেব্রুয়ারি জেলা নেতৃবৃন্দদের উপস্থিতিতে বাংলাদেশ হেফাজতে ইসলামের নবীনগর শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সে কাউন্সিল অধিবেশনে দলের ৯৭% ভোটার আমিরুল ইসলামকে পুনরায় সভাপতি হিসেবে সরাসরি ভোট প্রদান করে নির্বাচিত করেন। সে সময় কথিত মেহেদী হাসান বাধা প্রদান করেন এবং হুমকি ধামকি ও মারমুখী আচরণ করে কমিটি ঘোষণা করতে নিষেধ করেন।যা দলের গঠনতন্ত্র বিরোধী।জেলা নেতৃবৃন্দ পরিস্থিতি শান্ত রাখতে কমিটি পরে ঘোষণা করা হবে জানিয়ে কাউন্সিল সমাপ্ত করেন। তিনি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করেন এবং নবীনগর এসে আবারো কাউন্সিল অধিবেশন ডেকে তৃণমূলের নেতাকর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে কমিটি ঘোষণার দাবি জানান।
মাওলানা মেহেদী হাসান বলেন, ১৫ ফেব্রুয়ারি কাউন্সিলের অধিবেশনের পর পরবর্তী সময়ে জেলার দলীয় অফিসে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মুফতি বেলায়েতুল্লাহকে সভাপতি ও আমাকে (মেহেদী হাসান) সাধারণ সম্পাদক করে নবীনগর উপজেলা হেফাজতের কমিটির গঠন করে অনুমোদন প্রদান করেন। কমিটি অনুমোদনের কাগজে দেখতে চাইলে যায় যায় কালকে মেহেদী হাসান বলেন, অচিরেই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি অনুমোদনের কাগজ আপনাদের সামনে উপস্থাপন করা হবে।
বাংলাদেশ হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজ্জম বলেন, ওই কাউন্সিল অধিবেশনে আমরা কমিটির ঘোষণা করতে না পারলেও পরবর্তী সময়ে কেন্দ্রীয় ও উপজেলার নেতৃবৃন্দদের উপস্থিতিতে জেলা জামায়েতে সভায় মুফতি বেলায়েতুল্লাহ সভাপতি ও মাওলানা মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে একটি কমিটির সিদ্ধান্ত হয়েছে কিন্তু অফিসিয়াল ভাবে এখনও আমরা কোন চিঠি ইসু করিনি

স্বৈরাচার পতনে আর ১৬ বছর নয় জুলাই অভ্যুত্থান নিয়ে প্রধান উপদেষ্টা

নবীনগরে হেফাজতে ইসলাম, নবীনগর উপজেলা শাখার কমিটি নিয়ে ধুম্রজাল।

ড. মুহাম্মদ ইউনূস : ছবি-সংগৃহীত

স্বৈরাচার পতনে যেন আর ১৬ বছর অপেক্ষা করতে না হয়, সেই লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘কোনো স্বৈরাচার যেন আর মাথা চাড়া দিতে না পারে, সেজন্য প্রতিবছর জুলাই মাসে এই দিনগুলো পালন করা হবে। জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি থামাতে পারে না।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এ কর্মসূচির মাধ্যমে জুলাই-আগস্ট মাসজুড়ে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা হবে। তরুণ ছাত্র, শ্রমিক, রিকশাচালক, সাধারণ মানুষ ও কিশোরদের আত্মত্যাগ বৃথা যাবে না—এই শপথই আমরা আবার নিচ্ছি।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘জুলাই-আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক। এ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের স্বপ্ন নতুন করে জেগে উঠুক, আমাদের ঐক্য আরও অটুট হোক।’

কলকাতায় শুটিং শেষ দেশে ফিরছেন না জয়া আহসান

নবীনগরে হেফাজতে ইসলাম, নবীনগর উপজেলা শাখার কমিটি নিয়ে ধুম্রজাল।

জয়া আহসান : ছবি-সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির শুটিং নিয়ে। দুই সপ্তাহ ধরে টানা শুটিংয়ের শেষ ভাগ চলছে। তবে শুটিং শেষ হলেও এখনই ঢাকায় ফিরছেন না তিনি।

জয়া জানিয়েছেন, ‘আজও অর্ধাঙ্গিনী’র কাজ শেষ করেই শুরু হবে তার নতুন ছবি ‘ডিয়ার মা’-এর প্রচারণা। ছবিটি এ মাসের তৃতীয় সপ্তাহে ভারতে মুক্তি পেতে যাচ্ছে। ইতিমধ্যেই টিজার দেখে দর্শকের প্রত্যাশা বেশ উঁচুতে, আর ৩ জুলাই আসছে ছবির ট্রেলার।

এদিকে দেশে ঈদে মুক্তি পেয়েছে জয়ার অভিনীত দুই ভিন্ন ঘরানার ছবি ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। একসঙ্গে দুই ছবিতে ভিন্ন চরিত্রে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জয়া বলেন, ‘‘‘তাণ্ডব’ বাণিজ্যিক ঘরানার ছবি, আর ‘উৎসব’ তানিম নূরের বিশেষ গল্প। দর্শক যেভাবে ‘উৎসব’ গ্রহণ করেছে, তা প্রমাণ করেছে—ভালো গল্পকে দর্শক ঠিকই খুঁজে নেয়।’’

দুই বাংলার সিনেমা প্রসঙ্গে জয়া বলেন, ‘‘পার্থক্য কিছু দেখি না। সবাই ভালোবেসে, চ্যালেঞ্জ নিয়ে কাজ করে। আমাদের সিনেমাও এখন অনেক এগিয়েছে।’’

ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল থাকলেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘‘রিলেশনশিপ বা বিয়ে নিয়ে কিছুই বলব না। আমার ব্যক্তিগত জায়গা আমারই থাক।’’

চলমান ব্যস্ততা নিয়ে জয়া আরও জানান, জন্মদিনও কাটবে শুটিং সেটেই। ‘‘শুটিং শেষের পর ‘ডিয়ার মা’র প্রচারণা, এরপর নতুন কাজ।’’

‘জুলাই অভ্যুত্থান’ স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ড. মুহাম্মদ ইউনূস

নবীনগরে হেফাজতে ইসলাম, নবীনগর উপজেলা শাখার কমিটি নিয়ে ধুম্রজাল।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘স্বৈরাচার পতনে যেন আর ১৬ বছর অপেক্ষা করতে না হয়— সেই কাজই আমরা করছি। প্রতি বছর জুলাই গণঅভ্যুত্থান পালন করা হবে, যাতে ভবিষ্যতে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাতে পারে। কারণ, জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি থামাতে পারে না।’

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে’ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গত ২৪ জুন পাঠানো এক বিজ্ঞপ্তিতে ‘জুলাই স্মৃতি উদযাপন’ কর্মসূচির বিস্তারিত ঘোষণা করা হয়। এই কর্মসূচি আজ ১ জুলাই থেকে শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলবে।

ঘোষিত সূচি অনুযায়ী, আজ প্রথম দিন দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আজই ‘জুলাই ক্যালেন্ডার’ প্রকাশ ও হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে, যা চলবে ১ আগস্ট পর্যন্ত। এদিন জুলাই শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তিও চালু করা হবে।

অনুষ্ঠানগুলো প্রতিদিন নয়, বিরতি দিয়ে পর্যায়ক্রমে আয়োজন করা হবে। যেমন ১ জুলাইয়ের পর পরবর্তী অনুষ্ঠান হবে ৫ জুলাই, এরপর ৭ জুলাই ও ১৪ জুলাই।

সবচেয়ে বড় আয়োজন হবে ৫ আগস্ট (যা কর্মসূচির ভাষায় ‘৩৬ জুলাই’ হিসেবে উল্লেখ)। ওই দিন ৩৬ জেলার কেন্দ্রে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো, গানের অনুষ্ঠান, ‘৩৬ ডেস অব জুলাই’সহ বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন ও ড্রোন শো আয়োজনের কথা রয়েছে।

×