| ১ জুলাই ২০২৫
শিরোনাম:

রাজাপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন

রাজাপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন

রাজাপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে উপজেলার নৈকাঠি এলাকায় সোমবার ১১ টারদিকে খুলনা পিরোজপুর বরিশাল আঞ্চলিক মহাসড়কে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করে স্থানীয়রা।

রাজাপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, রাকিব, দেলোয়ার হোসেনসহ স্থানীয় একাধিক ব্যবসায়ীও স্থানীয় জনতা।
বক্তরা বলেন, আমাদের বিদ্যুৎ বিল একমাসের সাথে অন্য মাসের কোন মিল থাকে না ইচ্ছে মতো বিল তৈরি করে। তারপর নানা ধরনের চার্জ ডিমান্ড চার্জ মিটার ভাড়া আরও কতগুলো চার্জ যে গুলো আমারা বুঝিও না। আমরা টাকা দিয়ে মিটার ক্রয় করে সেই মিটার ভাড়া কেন দিব।আমরা এর সুষ্ঠু সমাধান চাই এই ভুতুড়ে বিল থেকে মুক্তি পেতে চাই।
তারা আরও বলেন, আমরা নিজের টাকায় প্রিপেইড মিটার কিনে সংযোগ নিয়েছি, অথচ সেই মিটারের ভাড়াও দিতে হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। ভুতুড়ে বিল এবং অতিরিক্ত চার্জ থেকে মুক্তি চেয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু সমাধান দাবি করেন তারা।
সময় ক্ষুব্ধ গ্রাহকরা জানান, পল্লী বিদ্যুৎ সমিতির এই অনিয়ম দীর্ঘদিন ধরেই চলমান, কিন্তু কোনো সুরাহা হয়নি। দাবি আদায় না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার(অ:দা:) প্রকৌশলী মোঃ রবিউল হোসেন বলেন, মিটারে যে রিডিং হয় সেই অনুযায়ী বিল তৈরি করা হয়। গরমকাল আসছে অনেকেই বেশি বিদ্যুৎ ব্যবহার করে যার কারণে বেশি বিল হয়।

রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনী অনিয়ম মা’মলায় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিচ্ছেন সাবেক সিইসি নুরুল হুদা

রাজাপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন

কে এম নুরুল হুদা: ছবি-সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ এবং জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে দায়ের হওয়া মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের খাস কামরায় তার জবানবন্দি রেকর্ড করা শুরু হয়।

আদালতে দায়িত্বপ্রাপ্ত এক উপপরিদর্শক গণমাধ্যমকে জানিয়েছেন, নুরুল হুদার জবানবন্দি রেকর্ড প্রক্রিয়া এখনও চলমান।

এর আগে গত ২২ জুন রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে একদল জনতার হামলার শিকার হন নুরুল হুদা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠান। গত সোমবার পুলিশ তার আরও ১০ দিনের রিমান্ড আবেদন করে।

‘প্রহসনের নির্বাচন’ আয়োজনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সম্প্রতি শেরেবাংলা নগর থানায় রাষ্ট্রদ্রোহ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় ২০১৪ সালের তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের সিইসি কে এম নুরুল হুদা এবং ২০২৪ সালের সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে।

সংগঠন নিয়ে সমঝোতা: ঢাবি ক্লাবের নতুন কমিটি ঘোষণা সমালোচনায় ছাত্র সংগঠনগুলো

রাজাপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের ২০২৫-২৬ মেয়াদের কার্যকরী কমিটি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এবং আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের সমন্বয়ে গঠিত হয়েছে। সোমবার রাতে কলা অনুষদের ডিন ও নির্বাচন কমিশনার অধ্যাপক সিদ্দিকুর রহমান খান ১৫ সদস্যের এ কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে সাদা দলের পক্ষ থেকে সভাপতি ও ছয়জন সদস্য এবং নীল দলের পক্ষ থেকে সেক্রেটারি ও ছয়জন সদস্য আছেন। সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক কামরুল আহসান, যিনি নীল দলের হয়ে দুইবার শিক্ষক সমিতিতে নির্বাচিত হয়েছিলেন।

এছাড়া সহ-সভাপতি হয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম এবং যুগ্ম সম্পাদক হয়েছেন ড. রাদ মুজিব লালন। কমিটিতে রয়েছেন আরও কয়েকজন নীল দলের সিন্ডিকেট সদস্য ও আওয়ামী রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত শিক্ষকও।

ছাত্র সংগঠনগুলো এই সমন্বিত কমিটি গঠনের তীব্র বিরোধিতা জানিয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবিরের ঢাবি শাখা নেতারা বলেন, ফ্যাসিবাদে যুক্ত থাকা শিক্ষকরা পুনর্বাসিত হলে নতুন ফ্যাসিবাদের আশঙ্কা তৈরি হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেন, নীল দল ও সাদা দল কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন নয়। শিক্ষকদের মধ্যে আলোচনার ভিত্তিতেই এই কমিটি গঠিত হয়েছে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকীর মতে, বর্তমান প্রেক্ষাপটে এটি জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক রাজনীতি ও গবেষণার গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: জাতীয় নির্বাচন নিয়ে নির্দেশনা পেয়েছেন সিইসি

রাজাপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকটি ঘিরে নানা জল্পনা থাকলেও এবার তার কিছুটা ব্যাখ্যা দিয়েছেন সিইসি নিজেই।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি জানান, প্রধান উপদেষ্টা তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আরও জোরদারের নির্দেশনা দিয়েছেন।

সিইসি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চান। আমরা জানিয়েছি, কমিশন পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা কমিশনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান।’

জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্দিষ্ট তারিখ ঠিক হলে নির্বাচন কমিশনই তা আনুষ্ঠানিকভাবে জানাবে।’

উল্লেখ্য, গত ২৬ জুন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন সিইসি নাসির উদ্দিন। বিএনপি এ বৈঠকের বিষয়বস্তু স্পষ্ট করার দাবি জানালেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

×