
টেকনাফে নকলের দায়ে এসএসসির সাত পরীক্ষার্থী বহিস্কার
চলমান এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে কক্সবাজারের টেকনাফে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বেলা পৌনে ১২টার দিকে বাহারছড়া তাফহিমুল কোরআন দাখিল মাদ্রাসা কেন্দ্রে গণিত পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় সাত জন ছাত্রকে নকল করা দেখতে পেয়ে তাদের বহিষ্কার করেন। আগামীতেও পরীক্ষা চলাকালনী কেউ যদি পরীক্ষা বিধিমালা লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে।’

এ বিষয়ে বাহারছড়া তাফহিমুল কোরআন দাখিল মাদ্রাসা কেন্দ্রের সচিব মোস্তাক আহমেদ বলেন, ‘পরীক্ষা চলাকালে নকল পাওয়ায় সাত পরীক্ষার্থী বহিস্কার করা হয়েছে। এর মধ্য মহেষখালী পাড়া বাহারুলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীও রয়েছে। এ প্রশ্নে জবাবে আমরা কাউকে অবৈধ সুবিধা দিচ্ছি না বলে অস্বীকার করে তিনি।’