| ৫ জুলাই ২০২৫
শিরোনাম:

সরকারি অনুদান প্রাপ্ত হয়ে বন্ধ হবার পথে সরমহল ফয়জিয়া ইবতেদায়ী মাদরাসা।

সরকারি অনুদান প্রাপ্ত হয়ে বন্ধ হবার পথে সরমহল ফয়জিয়া ইবতেদায়ী মাদরাসা।

সরকারি অনুদান প্রাপ্ত হয়ে বন্ধ হবার পথে সরমহল ফয়জিয়া ইবতেদায়ী মাদরাসা।

 

সরকারি অনুদান প্রাপ্ত হয়ে বন্ধ হবার পথে সরমহল ফয়জিয়া ইবতেদায়ী মাদরাসা।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সরমহল এলাকার সরকারি অনুদানপ্রাপ্ত সরমহল ফয়জিয়া স্বতন্ত্র ইবতেদায়ী ও নূরানী মাদ্রাসা কার্যত অচল অবস্থায় রয়েছে। এলাকাবাসীর অভিযোগ প্রতিষ্ঠানটি অধিকাংশ দিন বন্ধ থাকে, পাঠদান কার্যক্রম প্রায় নেই বললেই চলে।

সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসার প্রতিটি কক্ষে তালা ঝুলছে। সাইনবোর্ডে দেওয়া তিনটি ফোন নম্বরের মধ্যে একটি বন্ধ, একটি ব্যবহৃত হচ্ছে না এবং অপরটি ভুল ১০ সংখ্যার নম্বর। মাদ্রাসার গেইট জুড়ে লতাপাতা জড়িয়ে রয়েছে, দেখে মনে হয় এটি একটি পরিত্যক্ত ভুতুড়ে ভবন।

জানা গেছে, এলাকাবাসীর উদ্যোগে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটিতে বর্তমানে চারজন শিক্ষক রয়েছেন, যাদের মধ্যে তিনজন নারী। মাদ্রাসার সভাপতি মোঃ শফিকুল ইসলামের স্ত্রী এবং ভাগ্নে-বউ উভয়েই শিক্ষক পদে রয়েছেন এবং নিয়মিত অনুদান থেকে বেতন গ্রহণ করছেন।
মাদ্রাসার সভাপতি মোঃ শফিকুল ইসলাম বলেন, “মাদ্রাসায় ক্লাস শুরু হয় সকাল ৯টায়, শেষ হয় ১২টায়। আজ হয়তো কোনো কারণে আগেভাগে ছুটি দেওয়া হয়েছে। আমাদের তো নির্দিষ্ট কোনো নীতিমালা নেই, তাই এভাবেই চলছে।”

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “এই মাদ্রাসায় এখন আর পাঠদান হয় না। চারজন শিক্ষকই আত্মীয়-স্বজন, আর প্রধান শিক্ষক তো মাসের পর মাস আসেন না। প্রতিষ্ঠানটি এখন বখাটে ও মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।”
স্থানীয়রা আরও বলেন, “এসব নামমাত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দিনের পর দিন আন্দোলন, মানববন্ধন ও স্মারকলিপি নিয়েই ব্যস্ত থাকেন। অথচ ছাত্র-ছাত্রী নেই, নেই কোনো নিয়মিত পাঠদান।”
সরকারি অনুদানপ্রাপ্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান এমন বেহাল অবস্থায় চললে প্রশ্ন উঠছে কারা দেখভাল করছে এসব অনিয়ম? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
এই বিষয়ে প্রধান শিক্ষক মাওলানা আলী আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজীম বলেন,“আজ সরকারি কোনো ছুটি নেই। তাহলে তারা কেন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে বা কেন উপস্থিত হয়নি এটা খতিয়ে দেখতে হবে। বিষয়টি আমার জানা ছিল না।”

শোবিজে বাড়ছে এআই ব্যবহার হু’মকি নয় সম্ভাবনা বলছেন নির্মাতারা

সরকারি অনুদান প্রাপ্ত হয়ে বন্ধ হবার পথে সরমহল ফয়জিয়া ইবতেদায়ী মাদরাসা।

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে চলছে হুলুস্থুল। বাংলাদেশেও শোবিজ অঙ্গনে বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্র নির্মাণে বাড়ছে এর ব্যবহার। নতুন এই প্রযুক্তি হুমকি না সম্ভাবনা—এই নিয়ে ভিন্নমত নয়, বেশিরভাগ নির্মাতাই এটাকে ভবিষ্যতের হাতিয়ার বলেই দেখছেন।

‘ঊনপঞ্চাশ বাতাস’-এর নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল এরই মধ্যে এআই দিয়ে শর্টফিল্ম ও মিউজিক ভিডিও বানিয়েছেন। তিনি বলেন, “এআই কোনো ম্যাজিক নয়, এটা টুল মাত্র। মেধাবীরা কখনো বেকার হবে না।”

‘ঢাকা অ্যাটাক’-এর দীপঙ্কর দীপনের মতে, “ভবিষ্যতের নির্মাণ হবে মানুষ ও এআই-এর সমন্বয়ে। স্ক্রিপ্ট লেখা থেকে মার্কেটিং—সবই সহজ হবে।”

রাকা নোশিন নাওয়ার বলেন, “এআইয়ে কাজের গতি বেড়েছে। তবে শিখে সঠিকভাবে ব্যবহার করতে হবে।”

‘কারাগার’-এর সৈয়দ আহমেদ শাওকীও মনে করেন, “এআই মানুষের নির্দেশনা ছাড়া কিছু নয়। এটাকে কাজে লাগাতেই হবে।”

হলিউডে এআই নিয়ে বড় আন্দোলন হলেও, বাংলাদেশি নির্মাতারা ঝুঁকির চেয়ে সম্ভাবনাই বেশি দেখছেন।

অনলাইনে শুল্ক পরিশোধের নতুন ব্যবস্থা চালু

সরকারি অনুদান প্রাপ্ত হয়ে বন্ধ হবার পথে সরমহল ফয়জিয়া ইবতেদায়ী মাদরাসা।

অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে নতুন অর্থবছরের শুরু থেকে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-করাদি সরাসরি সরকারি কোষাগারে অনলাইনে জমার সুযোগ চালু হয়েছে।

নতুন এ ব্যবস্থায় আমদানিকারক, রপ্তানিকারক ও তাদের মনোনীত সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টরা এখন ঘরে বসেই ২৪ ঘণ্টা, সপ্তাহের যে কোনো দিন শুল্ক-কর পরিশোধ করতে পারবেন। অনলাইনে অর্থ জমা দেওয়ার জন্য ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, উপায়, রকেট, এমক্যাশ, ট্রাস্টপে ইত্যাদি ব্যবহার করা যাবে। পাশাপাশি দেশের ৬১টি ব্যাংকের ১১ হাজার ৭০০ শাখা থেকেও চেক ক্লিয়ারিং বা অ্যাকাউন্ট ডেবিটের মাধ্যমে অর্থ পরিশোধ সম্ভব হবে।

শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এনবিআর জানিয়েছে, নতুন এ-চালান সিস্টেমের মাধ্যমে কাস্টমস সিস্টেম ‘অ্যাসিকুডা ওয়ার্ল্ড’ এবং অর্থ বিভাগের ‘আইবিএএস++’ প্ল্যাটফর্মের মধ্যে সফল প্রযুক্তিগত সংযুক্তি সম্পন্ন হয়েছে। ফলে আগের মতো দিনের নির্দিষ্ট সময়ে টাকা জমা দিলেও তা কোষাগারে পৌঁছাতে আর কয়েক দিন অপেক্ষা করতে হবে না— করদাতারা তাৎক্ষণিকভাবে অর্থ জমা দিতে পারবেন এবং পণ্যও দ্রুত খালাস করতে পারবেন।

চট্টগ্রাম কাস্টম হাউসে ১ ও ২ জুলাই প্রশিক্ষণের পর ৩ জুলাই থেকে এ পদ্ধতিতে শুল্ক-কর আদায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ৭৫টি বিল অব এন্ট্রির বিপরীতে ১৩ কোটির বেশি টাকার রাজস্ব সরাসরি কোষাগারে জমা হয়েছে। এর আগে কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টম হাউসে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু ছিল।

আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউসসহ দেশের সব কাস্টম স্টেশনে এ সুবিধা চালু হবে। এনবিআর আশা করছে, এ উদ্যোগ রাজস্ব আহরণে স্বচ্ছতা ও গতিশীলতা আনবে, পণ্য খালাসের গতি বাড়াবে এবং সরকারি অর্থ ব্যবস্থাপনাকে আরও শৃঙ্খল ও আধুনিক করবে।

পাকিস্তানের করাচিতে পাঁচতলা ভবন ধসে মৃ’ত্যু ১০ আ’হত ৯

সরকারি অনুদান প্রাপ্ত হয়ে বন্ধ হবার পথে সরমহল ফয়জিয়া ইবতেদায়ী মাদরাসা।

পাকিস্তানের করাচির লিয়ারি এলাকায় শুক্রবার একটি পাঁচতলা ভবন ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। আহতদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে শহীদ মোতরমা বেনজির ভুট্টো ইনস্টিটিউট অব ট্রমা (এসএমবিবিআইটি)।

স্থানীয় গণমাধ্যম ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, করাচি সিভিল হাসপাতাল ৯টি মরদেহ গ্রহণ করেছে এবং হাসপাতালে ভর্তি একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশের সার্জন ডা. সুমাইয়া সৈয়দও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএমবিবিআইটির নির্বাহী পরিচালক ডা. সাবির মেমন জানান, আহতদের মধ্যে কেউ গুরুতর অবস্থায় নেই।

এর কয়েকদিন আগে করাচির খারাদার এলাকায় আরেকটি ভবন ধসের ঘটনা ঘটে। গত ডিসেম্বরে সিন্ধু বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটি করাচির ৫৭০টিরও বেশি ‘বিপজ্জনক’ ভবন খালি করতে সরকারকে নির্দেশ দিয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, নিম্নমানের নির্মাণ সামগ্রী, দুর্বল তদারকি, অবৈধ সম্প্রসারণ ও ভবন বিধিমালা প্রয়োগে শিথিলতার কারণে প্রায় দুই কোটির বেশি জনসংখ্যার করাচিতে এমন দুর্ঘটনা বাড়ছে।

×