বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডে সন্দেহভাজন ব্যক্তি আটক

জাকির হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডে সন্দেহভাজন ব্যক্তি আটক

খাগড়াছড়ির দীঘিনালায় বোয়ালখালি বাজারের অগ্নিকাণ্ডে সন্দেহভাজন নুর ইসলাম (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।

গত ২৫ শে মার্চ গভীর রাতে বোয়ালখালি বাজারে অগ্নিকান্ডে ১৬ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা দোকানগুলোতে নিজেদের সবটুকু পুজি দিয়ে পণ্য তুলেছিল। দোকান ও সকল পণ্য পুড়ে গিয়ে আনুমানিক ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

গত ২ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে অগ্নিকাণ্ডের একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ০১ টা ৪২ মিনিটে দোকানে আগুন ভস্মীভূত হওয়ার সাথে সাথে একজন লোক দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গত ৩ এপ্রিল বোয়ালখালি বাজারের ব্যবসায়ী সাধন ঘোষ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিচার বিশ্লেষণ করে ৩ এপ্রিল সন্ধায় দীঘিনালা থানার উপপরিদর্শক মোঃ রাজিব শেখ বোয়ালখালি থেকে নুর ইসলাম নামের ব্যবসায়ীকে আটক করেন। আটক কৃত ব্যক্তি নুর ইসলাম বোয়ালখালি ইউনিয়নের মোঃ শানু মিয়ার ছেলে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ জাকারিয়া বলেন বোয়ালখালি বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন একজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন কথাবার্তা বলেন। আটক কৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করবেন।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ abasonnewsfeature@gmail.com