| ৭ আগস্ট ২০২৫
শিরোনাম:

জীবননগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: কিশোর নিহত, আহত ৩

জীবননগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: কিশোর নিহত, আহত ৩

মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে রক্তাক্ত সড়ক, শোকে স্তব্ধ স্থানীয়রা

চুয়াডাঙ্গার জীবননগরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক কিশোরের, আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার বিকেলে জীবননগর শাপলাকলি স্কুলের সামনে এই ভয়াবহ সংঘর্ষ ঘটে।

নিহত কিশোর নাহিদ হোসেন (১৬), জীবননগর উপজেলার রায়পুর গ্রামের লিটন হোসেনের ছেলে। আহতরা হলেন মহেশপুর উপজেলার হুসুরখালী গ্রামের ভ্যানচালক খোকন খা, জীবননগরের পেয়ারাতলা গ্রামের সুমি খাতুন এবং নিহত নাহিদের বন্ধু রাকিব হোসেন।

কীভাবে ঘটল দুর্ঘটনা?
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জীবননগর শহর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল দত্তনগর থেকে আসা একটি পাখিভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে মোটরসাইকেল আরোহী নাহিদ সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। তার বন্ধু রাকিবসহ পাখিভ্যানের চালক ও এক যাত্রী গুরুতর আহত হন।

আহতদের অবস্থা আশঙ্কাজনক
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সড়কে শোকের ছায়া
ঘটনার পরপরই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত নাহিদের পরিবার ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।

পুলিশের বক্তব্য
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা সবার মনে আবারও সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেছে। বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া গতির কারণে সড়কে প্রতিনিয়ত প্রাণ ঝরছে, যা ঠেকাতে প্রয়োজন আরও কঠোর নিয়ন্ত্রণ ও জনসচেতনতা।

শিশুসন্তান কোলে ছাত্রলীগ নেতার হাজতবাস, দুই পুলিশ সদস্য ক্লোজড

জীবননগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: কিশোর নিহত, আহত ৩

হবিগঞ্জে আদালতের হাজতখানায় শিশুসন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা ছাত্রলীগ নেতার একটি আবেগঘন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরই পুলিশের দুই সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

 

বিষয়টি ঘটে ছাত্রলীগের হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে ঘিরে। গত সোমবার, মামলার হাজিরার জন্য কারাগার থেকে তাকে আদালতের হাজতখানায় নিয়ে আসা হয়। এসময় তার স্ত্রী সদ্যজাত সন্তানকে নিয়ে আদালতে আসেন। সন্তানকে এক নজর কোলে নিতে জাকির হোসেন পুলিশের কাছে আকুতি জানান। উপস্থিত পুলিশ সদস্যরা আবেগে সাড়া দিয়ে তাকে কোলে নিতে দেন তার শিশুকে।

 

এই মুহূর্তটির একটি ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে দায়িত্বে থাকা এএসআই সবুজ চন্দ ও কনস্টেবল উজ্জ্বল মিয়াকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

 

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি একটি মানবিক মুহূর্ত হলেও, বিধিবহির্ভূত কর্মকাণ্ড হিসেবে পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে।

 

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৫ জানুয়ারি হবিগঞ্জ শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে জাকির হোসেনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের হাতে তুলে দেয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

মালয়েশিয়ায় পারমিটের অপব্যবহার: আটক ৩০৬ বাংলাদেশি

জীবননগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: কিশোর নিহত, আহত ৩

মালয়েশিয়ায় আবারও বড়সড় অভিযানে ধরা পড়ল পারমিট জালিয়াতি ও অপব্যবহারের চিত্র। বুধবার (৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বুকিত মের্তাজামের সিম্পাং আমপাট এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে ৩০৬ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, সমন্বিত এ অভিযানে মোট ৭৪৯ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩০৭ জনকে বিভিন্ন অপরাধের কারণে আটক করা হয়েছে, যার মধ্যে ৩০৬ জন বাংলাদেশি এবং একজন নেপালি। আটককৃতদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

তিনি জানান, অভিযানে পারমিট সেক্টরের অপব্যবহার, অনুমোদনহীন স্থানে কাজ করা, মেয়াদোত্তীর্ণ পারমিট থাকা এবং বৈধ ভ্রমণ নথি না থাকার মতো একাধিক অপরাধ ধরা পড়েছে। উদাহরণস্বরূপ, অনেক শ্রমিকের পরিষ্কার-পরিচ্ছন্নতা সেক্টরের পারমিট থাকলেও তারা কারখানায় কাজ করছিলেন।

অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), সেবারাং পেরাই সিটি কাউন্সিল (এমবিএসপি) এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (জেকেকেপি) অংশ নেয়। অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিকটবর্তী জাওয়ি ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।

অভিযানের সময় আটক এক বাংলাদেশি জানান, তিনি ২০২৩ সালে মালয়েশিয়ায় এসেছেন একজন এজেন্টের মাধ্যমে। এজন্য তাকে প্রায় ২০ হাজার রিঙ্গিত (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার লাখ) দিতে হয়েছে।

দাতুক জাকারিয়া সতর্ক করে বলেন, মালয়েশিয়ায় কেউ পারমিটের অপব্যবহার করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সুন্দরবন থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্বে লোকালয় থেকে হরিণ উদ্ধার

জীবননগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: কিশোর নিহত, আহত ৩

ছবি- শ্যামনগরে লোকালয় থেকে উদ্ধারকৃত হরিণ শাবক।

শ্যামনগর উপজেলায় সুন্দরবন থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্বে লোকালয়ে এক ব্যক্তির পুকুর থেকে জীবিত একটি হরিণ শাবক উদ্ধার করেছেন সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের ফরেষ্টারবৃন্দ।

বুধবার (৬ আগষ্ট) সকালে শ্যামনগর উপজেলার তালবাড়িয়া গ্রাম থেকে গ্রামবাসির সহায়তায় মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ফরেষ্টারবৃন্দ হরিণটি উদ্ধার ও অবমুক্ত করেন।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের আওতায় মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল কুমার মন্ডল জানান,গ্রামবাসির মাধ্যমে জানতে পারেন একটি জীবিত হরিণ শাবক পুকুরে ভাসতে দেখে তারা উদ্ধার করেছেন। তৎক্ষনাৎ কয়েকজন ফরেষ্টার সহ ঘটনাস্থলে হাজির হয়ে হরিণটি লোকালয় থেকে এনে প্রাথমিক চিকিৎসা শেষে গ্রামবাসীর উপস্থিতিতে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

তিনি জানান উদ্ধারকৃত হরিণটির বয়স অনুমান দুই বছর। এটি ছিল মেয়ে হরিণ।

তালবাড়ীয়া গ্রামের বাসিন্দা মননজয় মন্ডল বলেন সকালে তারা হরিণটিকে একটি পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে বনবিভাগকে সংবাদ দেওয়া হলে বনবিভাগ কর্মকর্তাবৃন্দ হরিণটিকে নিয়ে সুন্দরবনে অবমুক্ত করেন।

×