| ১০ আগস্ট ২০২৫
শিরোনাম:

ব্যাংক খাতে অটোমেশনে নতুন নিয়ম প্রয়োজন

ব্যাংক খাতে অটোমেশনে নতুন নিয়ম প্রয়োজন

দেশে সব খাতের উন্নয়নে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের ভূমিকা রয়েছে। কিন্তু আইসিটির অন্যতম বড় বাজার ব্যাংক খাতের বেশির ভাগ ব্যাংক অটোমেশনে (স্বয়ংক্রিয় ব্যবস্থা) ভারতীয় কোম্পানির ওপর নির্ভর করে। দেশের আইসিটি খাতের উন্নয়নে সরকার ও বাংলাদেশ ব্যাংককে এ ক্ষেত্রে কিছু নিয়ম করে দিতে হবে।

মঙ্গলবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথাগুলো বলেন। রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে যৌথভাবে ‘বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আইসিটির গুরুত্ব’ শীর্ষক এ গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।

গোলটেবিলে পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর মূল বক্তব্য উপস্থাপন করেন। দেশের আইসিটি খাতের বর্তমান পরিস্থিতি, পরিসংখ্যানসহ এ খাতের অবদানের বিষয়গুলো তিনি তুলে ধরেন।

দেশে আইসিটি সেবার চাহিদা প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, স্বাস্থ্য খাতের অটোমেশনে আইসিটির প্রচুর চাহিদা থাকার কথা। কিন্তু এর ধারেকাছেও কিছু হয়নি। আইসিটি খাতের একটি বড় বাজার হতে পারে স্বাস্থ্যসেবা। এই খাতে সরকারি–বেসরকারি অংশীদারত্বে কাজ করতে হবে। কৃষি খাতেও আইসিটি খাতের অনেক কিছু করার আছে।

পিআরআইয়ের নির্বাহী পরিচালক আরও বলেন, ‘ব্যাংকগুলোর সবার অটোমেশন প্রয়োজন। কিন্তু আমি দেখেছি, এদের বেশির ভাগই ভারতীয় কোম্পানির ওপর নির্ভর করছে। এটা দুর্ভাগ্যজনকও। ব্যাংক একটি বড় বাজার আইসিটির জন্য। একটি অটোমেশনের জন্য কোটি টাকার ওপর প্রয়োজন হয়। ব্যাংক খাত একাই হাজার হাজার কোটি টাকার বাজার হয়ে উঠতে পারে।’

বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকগুলোর জন্য বাধ্যতামূলক করতে হবে, অটোমেশন–প্রক্রিয়া বা আইসিটিভিত্তিক সেবা-সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে বিদেশি কোম্পানি এলে অবশ্যই যেন দেশীয় কোনো কোম্পানিকে রাখে। যৌথভাবে কাজ করতে হবে। এতে দেশের বাজার বড় হবে এবং দক্ষতাও বাড়বে। এখানে সম্ভাবনা অনেক।

আইসিটি খাতে দক্ষ মানবসম্পদ বড় বিষয় উল্লেখ করে আহসান এইচ মনসুর বলেছেন, ভারতীয়রা বিশ্বের বিভিন্ন প্রযুক্তি কোম্পানিকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু বাংলাদেশ সেখানে ভালো করছে না। বছরে অন্তত এক হাজার গ্র্যাজুয়েট লাগবে এ খাতে এবং অবশ্যই তা মানসম্পন্ন হতে হবে।

পিআরআইয়ের নির্বাহী পরিচালক আরও বলেন, ‘দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি ল্যাব আছে, কারিকুলাম আছে; কিন্তু শিক্ষকেরা কতটা সেসব বিষয়ে প্রশিক্ষিত, সে প্রশ্ন রয়েছে। এমনও খবর আছে যে ল্যাব তালাবদ্ধ থাকে। ফ্রিল্যান্সিংয়ে আমরা সংখ্যায় ভালো করছি, কিন্তু কাজের দিক থেকে অন্যদের চেয়ে তা মানসম্মত নয়।’

রাজস্ব বোর্ডের অটোমেশন–প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে এসএমএসি অ্যাডভাইজারি সার্ভিসেস লিমিটেডের পরিচালক স্নেহাশীষ বড়ুয়া বলেন, করপোরেট কর অনলাইনে দেওয়া যায় না, আয়কর দিতে গেলেও সেখানে সমস্যা। একটি সিস্টেমের সঙ্গে আরেকটি সিস্টেমের কোনো সমন্বয় নেই। তাঁর প্রশ্ন, ‘আর্থিক খাতকে যদি ইন্টার-অপারেবিলিটি (এক ব্যবস্থা থেকে অন্য ব্যবস্থায় তথ্য আদান-প্রদান বা লেনদেন) করতে না পারি, তাহলে স্বপ্ন দেখব কীভাবে?’

স্নেহাশীষ বড়ুয়া আরও বলেন, যেসব বিদেশি কোম্পানিকে দিয়ে কাজ হচ্ছে, তারা দেশের অনেক সংবেদশীল তথ্য জেনে যাচ্ছে।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, সব খাতের পেছনে আইসিটির ভূমিকা রয়েছে। এ খাতকে বিশেষ খাত হিসেবে বিবেচনা করতে হবে। ব্যাংকে আর্থিক সুবিধা পাওয়ার সুযোগসহ আয়কর ছাড়ের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

বেসিসের সহসভাপতি (প্রশাসন) সৈয়দ মোহাম্মাদ কামালের সঞ্চালনায় গোলটেবিলে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দীন, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসান। এতে উপস্থিত ছিলেন বেসিসের সহসভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান, বেসিসের পরিচালক মোস্তাফিজুর রহমান, এম আসিফ রহমান, মুহম্মদ রিসালাত সিদ্দীক, মীর শাহরুখ ইসলাম, বিপ্লব ঘোষ রাহুল প্রমুখ।

রাজউকের গত ১৫ বছরের সব কার্যক্রমে নিরীক্ষার নির্দেশ

ব্যাংক খাতে অটোমেশনে নতুন নিয়ম প্রয়োজন

গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সব আয়-ব্যয় ও কার্যক্রমের নিরীক্ষা করার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এতে প্লট ও ফ্ল্যাট বরাদ্দ, হস্তান্তরসহ যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব অন্তর্ভুক্ত থাকবে।

রবিবার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেট ব্যবস্থাপনা কমিটির (বিএমসি) সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে এ নিরীক্ষা কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে।

নিরীক্ষা কার্যক্রমের নির্দেশনা:

নিরীক্ষার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং তা অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

নিরীক্ষা টিম গঠন করে সদস্যদের নাম, পদবি ও যোগাযোগ নম্বর মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

রাজউককে প্রতিটি ধাপে অবহিত রাখতে হবে।

সর্বোচ্চ তিন মাসের মধ্যে নিরীক্ষা শেষ করতে হবে।

নিরীক্ষা শেষে বিস্তারিত প্রতিবেদন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দিতে হবে।

এই পদক্ষেপের মাধ্যমে গত ১৫ বছরে রাজউকের কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি সম্ভাব্য অনিয়ম ও দুর্নীতি চিহ্নিত হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়াই ৯ জনের

ব্যাংক খাতে অটোমেশনে নতুন নিয়ম প্রয়োজন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের (বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষা আজ রবিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ও বিকেল— দুই শিফটে নেওয়া হবে এই পরীক্ষা, যেখানে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৯ জন শিক্ষার্থী।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন ৬ হাজার ৪২৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন ১০টি বিভাগে মোট ৭৫০টি আসনের জন্য।

 

আসন বিন্যাস:

বড় বিভাগসমূহ: সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং— প্রতিটি বিভাগে ১২০টি করে আসন, মোট ৬০০টি।

 

ছোট বিভাগসমূহ: আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং— প্রতিটি বিভাগে ৩০টি করে আসন, মোট ১৫০টি।

 

 

ভর্তি প্রক্রিয়ার অগ্রগতি:

আবেদন গ্রহণ শুরু হয় ২৮ মে এবং শেষ হয় ৩০ জুন। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় ২৪ জুলাই, এরপর প্রার্থীরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করেন।

 

পরীক্ষার কাঠামো ও সময়সূচি:

পরীক্ষা দুটি পত্রে (নন-টেক ও টেক) মোট ৩০০ নম্বরের হবে এবং আড়াই ঘণ্টায় (এমসিকিউ ও লিখিত) সম্পন্ন হবে।

 

পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি ভবনে— পুরাতন একাডেমিক ভবন, সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবন এবং টেক্সটাইল ওয়ার্কশপ ভবন।

 

প্রথম শিফট (সকাল ৯:৩০ – দুপুর ১২:০০): সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার।

 

দ্বিতীয় শিফট (দুপুর ২:০০ – বিকেল ৪:৩০): ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ফুড ইঞ্জিনিয়ারিং।

 

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করে ভর্তি পরীক্ষা সম্পন্নের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঝিনাইদহ সীমান্তে আটক সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীন

ব্যাংক খাতে অটোমেশনে নতুন নিয়ম প্রয়োজন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আটক রিয়াজ উদ্দীন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জেলেপোতা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা ডা. দীপু মনির ভাগ্নে এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দুপুরে স্থানীয় জনতা রিয়াজ উদ্দীনকে তিন দালালের সঙ্গে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেন। আটক দালালরা হলেন—সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দীন ও মিনহাজ উদ্দীন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ টাকা নিয়ে রিয়াজ উদ্দীন ভারতে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তাকে আটক করে টাকার ব্যাগ কেড়ে নিয়ে মহেশপুরের দালালদের হাতে তুলে দেন।

শনিবার দুপুরে সীমান্ত থেকে প্রায় সাত কিলোমিটার ভেতরে জেলেপোতা গ্রামের বাসিন্দারা তিন দালালের সঙ্গে রিয়াজ উদ্দীনকে দেখে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে মহেশপুর ৫৮ বিজিবি ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনসহ তিন দালালকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×