সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বর্ণের বাজারে আজকের হালচাল: দর বৃদ্ধি না স্থির?

আবাসন নিউজ২৪-অনলাইন ডেস্কঃ

স্বর্ণের বাজারে আজকের হালচাল: দর বৃদ্ধি না স্থির?

বিশ্ববাজারে বড় পতনের পরেও ঈদের আগের দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটলেও, ঈদের ছুটি চলায় দেশের বাজারে এখনও দাম সমন্বয় করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে, ঈদের পর প্রথম কর্মদিবস আজ রোববারও (৬ এপ্রিল) দেশের বাজারে স্বর্ণ ঈদের আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। রুপার দামেও কোনো পরিবর্তন আসেনি।
বর্তমানে, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকায় বিক্রি হচ্ছে। বাজুস সর্বশেষ গত ২৮ মার্চ সন্ধ্যায় স্বর্ণের দাম বাড়িয়েছিল। সে সময় ২২ ক্যারেটের এক ভরিতে ১ হাজার ৭৭৩ টাকা দাম বাড়ানো হয়।
নতুন দাম অনুযায়ী, অন্যান্য ক্যারেটের স্বর্ণের দাম হলো: ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা।
বাজুস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সাথে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
উল্লেখ্য, চলতি বছরে এ নিয়ে ১৭ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৩ বার দাম বেড়েছে এবং মাত্র ৪ বার কমেছে। ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পরপরই বড় দরপতন হয়েছে। ট্রাম্পের ঘোষণার আগে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেশ অস্থির ছিল এবং এক সপ্তাহের মধ্যে প্রতি আউন্স ৩ হাজার ৩৭ ডলার থেকে বেড়ে ৩ হাজার ১৬৭ ডলারে পৌঁছেছিল। তবে এই রেকর্ড দাম স্পর্শ করার পরই মূল্যবান ধাতুটির দাম কমতে শুরু করে এবং বর্তমানে প্রতি আউন্স ৩ হাজার ৩৭ ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, দেশের বাজারে রুপাও আগের দামেই বিক্রি হচ্ছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হচ্ছে।