বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষ।পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন।

আবু হাসান আপন, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষ।পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল ও বাড্ডা গ্রামবাসীর মধ্যে আজ (০৩/০৪/২০২৫) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকাল ৫ ঘটিকায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়।

এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন একে অপরের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর করে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ,এসময় কিছু বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাতে হিমশিম খেতে হয় , পরবর্তীতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে যে কোনো মুহূর্তে আবারও সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। যৌথ বাহিনী পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় টহল জোরদার করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের মাঝে শাহীন (৫০)পিতা জজ মিয়া অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।এ বিষয়ে নবীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, বাড়াইল ও বাড্ডা গ্রামের মাঝে সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি।পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে আমরা সতর্ক অবস্থানে আছি

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ abasonnewsfeature@gmail.com