বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজবাড়ীতে হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ত্রিশ পুরিয়া হেরোইন সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পার্শ্বে সুনালী ফকির পাড়ার মোঃ হারুন মোল্লার ছেলে মোঃ সাইদুল মোল্লা (২৮), মানিকগঞ্জ জেলার শিবালয় থানার শিবালয় গ্রামের মৃত আনছার আলী মল্লিকের ছেলে মোঃ হাবিবুর রহমান (৪৪)।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার সময় গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া বাস টার্মিনালের পশ্চিম পার্শ্বে নৌ-পুলিশ ফাঁড়ীর পিছনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

গোয়ালন্দ অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, থানার এসআই ফারুক হোসেন বিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ দৌলতদিয়া বাস টার্মিনালের পশ্চিম পার্শ্বে নৌ-পুলিশ ফাঁড়ীর পিছনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ সাইদুল মোল্লা ও মোঃ হাবিবুর রহমানকে ত্রিশ পুড়িয়া হেরোইন সহ গ্রেপ্তার করে। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে শুক্রবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে