সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্তরে বীরমুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভার আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠান পুষ্প অর্পণ করে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে আলোচনাসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আনয়ারুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, মুক্তিযোদ্ধা ডাঃ জিয়াদ আলী, মুক্তিযোদ্ধা এম এ মজিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া দিবসটি উপলক্ষে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের আয়োজনে নিজস্ব হলরুমে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা সহ অন্যান্য কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম।