ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে ইব্রাহিম দর্জী (২০) নামের এক মাদকসেবীকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) থানার কাঠালিয়া থানার এসআই প্রকাশ গুহের নেতৃত্বে পুলিশ উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের আকনের হাটের রুবেলের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইব্রাহিম দর্জী উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের মো.সুলতান দর্জীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, আটককৃত ইব্রাহিম দর্জীকে মাদক আইনের মামলায় কোর্টে চালান করা হয়েছে।