ঘরের মাঠে সাধারণত কোনো ম্যাচে খেলোয়াড়, স্টাফ বা ম্যাচ অফিসিয়াল অসুস্থ হয়ে পড়লে ম্যাচ স্থগিত করা হয়। পরে সুবিধাজনক সময়ে সে ম্যাচ অনুষ্ঠিত হয়। তবে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ বিচিত্র ঘটনার দেখা মিলেছে। শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ শুরুর ঠিক আগে মোহামেডান অধিনায়ক তামিম ইকবালের হার্ট অ্যাটাক হলেও ম্যাচ স্থগিত হয়নি।
একদিকে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তামিম ইকবাল, অন্যদিকে মাঠে খেলায় ব্যস্ত থাকতে হয়েছে তার মোহামেডান সতীর্থদের। তবে ম্যাচ শেষ করেই মোহামেডান খেলোয়াড়রা সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে তামিমকে দেখতে যান।
হাসপাতালে তামিমকে দেখতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে ছিলেন তামিমের দীর্ঘদিনের দুই সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তারা দুজনই এখন তামিমের নেতৃত্বে মোহামেডানে খেলছেন। তাদের সঙ্গে ছিলেন মোহামেডানের কোচিং এবং সাপোর্ট স্টাফরাও।
এদিকে তামিম ইকবালের হার্টে রিং পরানোর পর তার জ্ঞান ফিরেছে। আগামী ৪৮ ঘণ্টা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তামিম।
তামিমের শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘এখনো পর্যন্ত তামিমের শারিরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। যদিও কতৃপক্ষ ২৪ ঘন্টা অবজারভেশনে রাখেন সেটাই স্বাভাবিক নিয়ম। হাসপাতাল কতৃপক্ষ যথেষ্ট আন্তরিক।’
‘আমরা খুবই আশাবাদী যে একদিনের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ উন্নতি দেখতে পাবো'-যোগ করেন তিনি।